shono
Advertisement

নলহাটিতে বাজেয়াপ্ত অ্যামোনিয়াম নাইট্রেট বোঝাই ট্রাক, পুলিশের জালে চার

ড্রাইভার ও খালাসিকে গ্রেপ্তার করল পুলিশ৷ The post নলহাটিতে বাজেয়াপ্ত অ্যামোনিয়াম নাইট্রেট বোঝাই ট্রাক, পুলিশের জালে চার appeared first on Sangbad Pratidin.
Posted: 06:16 PM Sep 03, 2019Updated: 06:16 PM Sep 03, 2019

নন্দন দত্ত, রামপুরহাট: ১৬৯ বস্তা বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট বোঝাই একটি ট্রাক বাজেয়াপ্ত করল পুলিশ৷ মঙ্গলবার সকালে বীরভূমের নলহাটি থানার অন্তর্গত সিএডিসি মোড়ে ট্রাকটিকে বাজেয়াপ্ত করলেন জেলা পুলিশের কর্তারা৷ ইতিমধ্যে ট্রাকের ড্রাইভার ও খালাসি-সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ কী উদ্দেশে, ট্রাকটিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেটা জানার চেষ্টা করছে পুলিশ৷

Advertisement

[ আরও পড়ুন: মুহুরি পরিচয়ে আর্থিক প্রতারণা, পুলিশের জালে অভিযুক্ত ]

পুলিশ সূত্রে খবর, হায়দরাবাদের নরমেতা থেকে ওড়িশা হয়ে বিস্ফোরক ভরতি ট্রাকটি রাজ্যে প্রবেশ করেছিল৷ বিস্ফোরক ভরতি ট্রাকটি সম্পর্কে আগে থেকেই বিস্তারিত তথ্য ছিল তদন্তকারীদের কাছে৷ গোপন সূত্রে পাওয়া সেই তথ্যের ভিত্তিতেই, এদিন সকালে নলহাটির সিএডিসি মোড়ে সেটিকে পাকড়াও করেন তারা৷ এরপর ড্রাইভার ও খালাসিকে বোঝাই করা বস্তা খুলে দেখাতে বলেন৷ প্রথমে ইতস্তত বোধ করলেও, চাপে পড়ে তা দেখায় খালাসি৷ আর তখনই বিস্ফোরক বোঝাই বস্তাগুলি আবিষ্কার করেন পুলিশ কর্তারা৷ পুলিশ জানিয়েছে, এরপরই ড্রাইভার ও খালাসি-সহ চারজনকে গ্রেপ্তার করা হয়৷ বস্তাগুলিতে অ্যামোনিয়াম নাইট্রেটের মতো বিপুল পরিমাণ বিস্ফোরক ছিল৷ সেগুলি কী উদ্দেশে রাজ্যে নিয়ে আসা হয়েছে, এখন তাই জানার চেষ্টা করা হচ্ছে৷

[ আরও পড়ুন: বনগাঁয় অনাস্থা ভোট সংক্রান্ত বৈঠক, ক্ষমতা ধরে রাখার বিষয়ে আশাবাদী তৃণমূল ]

পুলিশকে দেওয়া বয়ানে ধৃতরা দাবি করেছেন, নলহাটির পাথর খাদানগুলিতে এই বস্তাগুলি পৌঁছে দেওয়ার বরাদ ছিল৷ তবে পুলিশের অনুমান, পশ্চিমবঙ্গ পেরিয়ে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছিল ট্রাকটি৷ এই বিপুল পরিমাণ বিস্ফোরক কী কাজে ব্যবহার করার পরিকল্পনা ছিল, এখন সেটাই জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা৷ ড্রাইভার ও খালাসিকে জেরা করেই, এই তথ্য পাওয়ার চেষ্টা করছেন তারা৷

The post নলহাটিতে বাজেয়াপ্ত অ্যামোনিয়াম নাইট্রেট বোঝাই ট্রাক, পুলিশের জালে চার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার