মরশুম বদলের সময়। বঙ্গে শীত বিদায়ের পালা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েকদিন দার্জিলিংয়ে হতে পারে হালকা বৃষ্টি। তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস (WB Weather Update) অনুযায়ী, উত্তর-পশ্চিম ভারতের জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার অবস্থান। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে ৩০ জানুয়ারি। দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশ থেকে উত্তর কর্ণাটক পর্যন্ত একটি সক্রিয় অক্ষরেখা। উত্তর-পূর্ব বিহারের ওপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে। তার ফলে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা সতর্কবার্তা। আগামিকালও ঘন কুয়াশার সতর্কবার্তা থাকবে দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহারে।
আগামী পাঁচদিন উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের নেই। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের উপরের দিকে জেলাতে ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। নিচের দিকের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, দার্জিলিংয়ে হালকা তুষারপাত এবং বৃষ্টির পূর্বাভাস। দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। পশ্চিমী ঝঞ্ঝা যাওয়ার সময় সিকিমে তুষারপাত ও বৃষ্টি বলে অনুমান আবহাওয়াবিদদের।
দক্ষিণবঙ্গে শীতের আমেজ ক্রমশ কমছে। সামান্য ওঠানামা করছে তাপমাত্রা। কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূল ও উত্তরবঙ্গ সংলগ্ন জেলাগুলিতে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে দাঁড়াল ১৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় শীতের আমেজ কমবে। সকাল এবং সন্ধ্যার দিকে শীতের আমেজ বজায় থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৭ থেকে ৯১ শতাংশ। এদিকে, দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের সমতলের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে।
