রাতের অন্ধকারে গুলি করে খুন হোটেল ব্যবসায়ীকে। মৃত যুবকের নাম রাহুল বিশ্বাস। বুধবার রাতে খুব সামনে থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাহুলের। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) সামসেরগঞ্জের নতুন ডাকবাংলা জাতীয় সড়কের পাশে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন ফরাক্কার এসডিপিও-সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা। কেন এই ঘটনা তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, রাহুল বিশ্বাসের বাড়ি সামসেরগঞ্জের তারবাগান এলাকায়। পেশায় হোটেল ব্যবসায়ী। যদিও এর আগে পাতার ব্যবসা করতেন রাহুল। সম্প্রতি জাতীয় সড়কের পাশে হোটেল খুলেছিলেন তিনি। প্রত্যক্ষদর্শী সঙ্গীদের দাবি, হোটেলে বসে থাকাকালীন হঠাৎ করে অজ্ঞাত পরিচয় বেশ কয়েকজন দুষ্কৃতী বছর ৩৪ এর ওই ব্যক্তিকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। পরপর কয়েক রাউন্ড গুলিতে একেবারে ঝাঁঝরা হয়ে যায় শরীর। একেবারে রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি রাহুলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। কিন্তু ক্রমশ অবস্থার অবনতি হওয়ায় পরে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। সেখানে যাওয়ার পথে রাস্তাতেই রাহুল বিশ্বাসে মৃত্যু হয় বলে দাবি।
অন্যদিকে ঘটনার পরেই আতঙ্কে এলাকায় রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। চিৎকার চেঁচামেচিতে দ্রুত এলাকা ছাড়ে দুষ্কৃতীরা। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী। আসেন ফরাক্কার এসডিপিও-সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা। তবে কেন এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, পুরানো কোনও শত্রুতার জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। যদিও সবদিকগুলিও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধার করে ইতিমধ্যে ময়নাতদন্তের পাঠানো হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের সন্ধানেও চলছে তল্লাশি।
