নিরুফা খাতুন: নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ। অথচ শীতের দেখা নেই। রাতে-ভোরে হেমন্তের শিরশিরানি আছে। কিন্তু বেলা বাড়তেই সূর্যের তেজে ঘাম রীতিমতো ঘাম ঝরছে। কবে আসবে শীত? কবে বইবে উত্তুরে হাওয়া? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস বলছে, নভেম্বরের মাঝামাঝি আবহাওয়ার পরিবর্তন। উত্তুরে হাওয়া প্রবেশের পরিবেশ অনুকূল হবে। নভেম্বরের ২৫ তারিখের পর অবাধ উত্তুরে বাতাস বইতে পারে। চলতি মাসের শেষ দিকে তাপমাত্রার সর্বোচ্চ ও সর্বনিম্ন পারদ নামবে। তবে আপাতত নতুন করে দিন-রাতের তাপমাত্রা নামার সম্ভাবনা কম।
বৃহস্পতি, শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি। বেলা বাড়লে কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রবিবার জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন উপকূলের তিন জেলা-পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে ফের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে।
রবিবার থেকে দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার পর্যন্ত সকালের দিকে সুস্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনা থাকবে। মালদহ ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা থাকবে।