shono
Advertisement

Weather Update: ওমিক্রন কাঁটার মাঝেই বৃষ্টির ভ্রুকুটি, মাটি হতে পারে বর্ষশেষের পার্টি

কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা?
Posted: 01:35 PM Dec 30, 2021Updated: 01:35 PM Dec 30, 2021

নব্যেন্দু হাজরা: আর মাত্র একদিন। তার পরই শেষ হবে ২০২১। বছরের শেষদিন উৎসবের মেজাজে কাটাতে তৈরি হচ্ছে বঙ্গবাসী। রয়েছে তাদের হাজারও প্ল্যান। কিন্তু বর্ষশেষে চোখ রাঙাচ্ছে ওমিক্রন (Omicron) কাঁটা। উপরন্তু বৃষ্টির ভ্রুকুটি। জোড়া ফলায় ভেস্তে যেতে পেরা বর্ষশেষ এবং বর্ষবরণের উৎসব। বৃহস্পতিবার সকালে হাওয়া অফিসের বিবৃতি ঘিরে বাড়ছে আশঙ্কা। তবে বাংলার শীত নিয়েও সুখবরও শুনিয়েছে আবহাওয়া দপ্তর।

Advertisement

বৃহস্পতিবার সকাল থেকে মেঘলা আকাশ (Cloudy Sky)। বৃষ্টিও হয়েছে কলকাতা-সহ বেশকিছু জেলায়। তবে কাল অর্থাৎ শুক্রবার থেকে কার্যত পরিষ্কার আকাশ। হাওয়া অফিসের পূর্বাভাস, বৃষ্টির পরেই নামবে তাপমাত্রা। ৩-৫ ডিগ্রি নামতে পারে তাপমাত্রার পারদ। তবে এখনই জাঁকিয়ে শীত নয়। বরং নতুন বছরের শুরুতেই পরপর পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে। ফলে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আটকে যাবে উত্তুরে হাওয়া।

[আরও পড়ুন: ৪ বছরের পরকীয়ার পরও পালাতে নারাজ দেওর, পিংলায় আত্মহত্যা রাজমিস্ত্রির স্ত্রীর]

কলকাতায় আংশিক মেঘলা আকাশ। তবে হালকা বৃষ্টির (Light Rain) সামান্য সম্ভাবনা রয়েছে। আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি। আজ দিনভর দক্ষিণবঙ্গের কলকাতা-সহ উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টির। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে। তবে উত্তরবঙ্গে শনিবার থেকে পরিস্থিতির উন্নতি হবে।

হাওয়া অফিস বলছে, জানুয়ারির শুরুতে পরপর পশ্চিমী ঝঞ্ঝার আশঙ্কতা রয়েছে। আটকে যাবে উত্তুরে হাওয়া। বছরের শুরুতেই বিভিন্ন রাজ্যে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপ্রদেশ-বিহারের উপর। এই সিস্টেমের প্রভাবে বছরের শুরুতেই জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচলপ্রদেশের তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে পাঞ্জাব-রাজস্থান-হরিয়ানা-চন্ডিগড়ে।

[আরও পড়ুন: ২৪ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে বেনিয়মের অভিযোগ রাজ্যপালের, পালটা দিল তৃণমূলও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement