জমিয়ে শীতের আমেজে ছেদ পড়তে চলেছে! রবিবার থেকে বাড়বে তাপমাত্রা! আগামী সপ্তাহে সোমবার থেকে বুধবারের মধ্যে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে রবিবার পর্যন্ত শীতের আমেজ থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকার ক্ষেত্রে ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস।
উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে ১৬ জানুয়ারি, শুক্রবার। তাতেই বাধাপ্রাপ্ত হবে উত্তুরে হাওয়া। বাড়বে বঙ্গের তাপমাত্রা। আপাতত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে। যার ফলে শীতের আমেজ থাকবে। পাশাপাশি শুক্রবার থেকে বাড়বে কুয়াশার ঘনঘটা! নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি ও উত্তর চব্বিশ পরগনায় ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি। আগামী তিন-চারদিন শীতের আমেজ বজায় থাকবে। শুক্র-শনি ও রবিবার কুয়াশার সম্ভাবনা বাড়বে। মূলত শুষ্ক আবহাওয়া (West Bengal Weather Update)। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
অন্যদিকে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের নেই। একই রকম আবহাওয়া (West Bengal Weather Update) থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা থাকবে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরবঙ্গের অন্যান্য জেলার তাপমাত্রা ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গেও ঘন কুয়াশার সতর্কবার্তা! ঘন কুয়াশায় কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে! শুক্রবার থেকে রবিবারের মধ্যে কুয়াশার ঘনঘটা বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
