নিরুফা খাতুন: ভাইফোঁটার পরই রাজ্যে কমতে শুরু করবে তাপমাত্রা। রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বায়ুমণ্ডলে কমতে শুরু করেছে জলীয় বাষ্প। ফলে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে। কিছু জায়গায় তাপমাত্রার তারতম্য ও বাতাসে কিছু জলীয় বাষ্প থাকার ফলে সকালে কুয়াশা তৈরি হবে। শনিবার কলকাতার আকাশ মেঘমুক্ত থাকবে। বেলার দিকে মেঘলা হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমায় আর্দ্রতাজনিত অস্বস্তি কমবে।
অন্যদিকে, উত্তরবঙ্গে রবিবার থেকে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে। বৃষ্টি কমার পর শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গেও আগামী চারদিনে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমবে বলে জানাচ্ছেন আবহবিদরা।
সকালে ও বেশি রাতের দিকে ঠান্ডা অনুভূত হলেও এখনই অবশ্য শীত পড়ছে না। জাঁকিয়ে শীত পড়তে বেশ কিছুটা দেরী আছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে শীতের হালকা আমেজ পাওয়া যাবে।