shono
Advertisement
Kalipuja 2024

মর্মান্তিক! কালীপুজোয় বাজি পোড়াতে গিয়ে উলুবেড়িয়ায় ২ শিশু-সহ মৃত তিন

ঘরের ভিতরে মোমবাতি, ফুলঝুরি জ্বালানো হচ্ছিল। তা থেকেই এত বড় দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান দমকলের।
Published By: Sucheta SenguptaPosted: 07:46 PM Nov 01, 2024Updated: 08:23 PM Nov 01, 2024

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: আলোর উৎসবে মর্মান্তিক ঘটনার সাক্ষী উলুবেড়িয়া। বাজি পোড়াতে দিয়ে দুই শিশু-সহ তিনজনের মৃত্যু হল আগুনে জ্বলে। মৃত আরেকজন কিশোরী বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গঙ্গারামপুর এলাকার একটি বাড়িতে প্রচুর বাজি মজুত ছিল। তা পোড়াতে গিয়ে আচমকা অগ্নিকাণ্ড ঘটে। বাজির আগুনে ঝলতে মৃত্যু হয় তিনজনের। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গঙ্গারামপুর এলাকার ওই বাড়িতে ঘরের মধ্যেই তিনজন ফুলঝুরি, মোমবাতি জ্বালাচ্ছিল। সেই সময় কোনও কারণে আগুন লেগে যায়। ঘরের ভিতরে তারা আটকে পড়ে। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে। প্রতিবেশীদের নজরে তা আসতেই সঙ্গে সঙ্গে দমকল, পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় উলুবেড়িয়া থানার পুলিশ। যায় উলুবেড়িয়া ফায়ার সার্ভিসের কর্মীরা। কোনওক্রমে ঘর থেকে তাদের উদ্ধার করা হলেও বাঁচানো ।যায়। মৃতরা ৬ ও ৮ বছরের দুই নাবালক-নাবালিকা। অপরজনের বয়স ১৪ বছর বলে জানা গিয়েছে।

ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে নামে দমকল। নিজস্ব চিত্র।

এই দুর্ঘটনার জেরে বাড়ির সামনের অংশ এবং একটি দোকান ভস্মীভূত হয়েছে বলে দমকল সূত্রে খবর। দমকলের ২টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। বাড়ির ভিতরের আসবাবও পুড়েছে বলে জানান দমকল কর্মীরা। এমন বিপদে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। দুর্ঘটনাস্থলের সামনে লোকে লোকারণ্য। কেন ঘরের মধ্যে তিনজন বাজি পোড়ানোর চেষ্টা করছিল, বাড়িতে কি বড়রা কেউ ছিল না, এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। আলোর উৎসবের মাঝে এভাবে তিনজনের প্রাণ চলে যাওয়ায় স্বভাবতই শোকের ছায়া এলাকায়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কালীপুজোয় উলুবেড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা।
  • ঘরের মধ্যে বাজি পোড়াতে গিয়ে পুড়ে মৃত্যু এক কিশোরী, দুই নাবালক-নাবালিকা।
Advertisement