shono
Advertisement
Sandeshkhali

প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী, সন্দেশখালি গ্রামীণ হাসপাতালের উন্নয়নে এল ৮ কোটি টাকা

গত ডিসেম্বরে সন্দেশখালিতে গিয়ে হাসপাতাল উন্নয়নের অর্থ বরাদ্দের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী।
Published By: Sucheta SenguptaPosted: 06:51 PM Mar 19, 2025Updated: 07:19 PM Mar 19, 2025

গোবিন্দ রায়, বসিরহাট: মাস তিনেকের মধ্যেই প্রতিশ্রুতি পালন। সন্দেশখালির মতো প্রত্যন্ত এলাকার গ্রামীণ হাসপাতালের উন্নয়নে বিপুল অর্থ বরাদ্দ করা হল রাজ্য সরকারের তরফে। ৮ কোটি টাকা অনুমোদন করে সন্দেশখালির বিধায়ককে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রামীণ হাসপাতালের উন্নয়নে এই টাকা খরচ করা হবে। শয্যাসংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৬০ টি করা হবে। এসব কাজ হলে তবেই সন্দেশখালির মানুষজনের কাছে আরও সহজে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যাবে বলে আত্মবিশ্বাসী রাজ্য সরকার।

Advertisement

সন্দেশখালি হাসপাতালের জন্য অর্থ বরাদ্দ করে মুখ্যমন্ত্রীর চিঠি।

গত ডিসেম্বরে সন্দেশখালিতে গিয়ে সেখানকার একাধিক ক্ষেত্রে উন্নয়নের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে উল্লেখযোগ্য গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো উন্নীতকরণ। প্রত্যন্ত এলাকায় মাত্র ৩০ শয্যার হাসপাতালে চিকিৎসা পরিষেবা মিললেও তা যে অপ্রতুল, স্পষ্ট বুঝতে পেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে তার উন্নয়নের কথা ঘোষণা করেন। ৮ কোটি টাকা বরাদ্দও করা হয়। তিনমাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার হাসপাতালের উন্নয়নে অর্থদপ্তর এই টাকা অনুমোদন করেছে জানিয়ে মুখ্যমন্ত্রী চিঠি পাঠালেন স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো।

বিধায়ক জানিয়েছেন, ''চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। তাতে হাসপাতালের উন্নয়ন করার কথা লেখা আছে। টাকা বরাদ্দ হয়েছে। এবার ঘোষণামতো ৩০ শয্যা বাড়িয়ে ৬০ শয্যা হবে। দ্রুত কাজ শুরু হবে। তাতে এখানকার মানুষজন আরও ভালোভাবে চিকিৎসা পরিষেবা পাবে।'' হাসপাতালের সন্দেশখালির বিএমওএইচ কৌশিক মণ্ডল জানান, ''আমরা আজ খুব খুশি। মুখ্যমন্ত্রীকে অজস্র ধন্যবাদ। তিনি ডিসেম্বরে এখানে এসে দেখে গিয়েছিলেন হাসপাতাল। উন্নয়নের জন্য অর্থ বরাদ্দের কথা বলেছিলেন। এবার তা বাস্তবায়িত হতে চলেছে। প্রশাসনিক অনুমোদন মিলেছে। অনেক চিকিৎসক নিয়োগ করা হয়েছে। তাতে আরও ভালোভাবে চিকিৎসা পরিষেবা দিতে পারব।'' মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি রক্ষা করায় খুশি সাধারণ মানুষও। হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি-সহ সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষ উপকৃত হবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সন্দেশখালি গ্রামীণ হাসপাতালের উন্নয়নে ৮ কোটি টাকা দিল রাজ্য সরকার।
  • পরিকাঠামো উন্নয়নে এই অর্থ মঞ্জুর করা হয়েছে বলে বিধায়ক সুকুমার মাহাতোকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী।
  • মুখ্যমন্ত্রীর উদ্যোগে খুশি সন্দেশখালির মানুষজন।
Advertisement