shono
Advertisement

Coronavirus Update: দ্রুত সুস্থ হচ্ছে বাংলা, ফের কমল দৈনিক করোনা সংক্রমণ

দৈনিক মৃত্যুও কমেছে কিছুটা।
Posted: 07:54 PM Feb 12, 2022Updated: 08:08 PM Feb 12, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্রুত সুস্থ হচ্ছে বাংলা। ফের নিম্নমুখী রাজ্যের কোভিড (COVID 19) গ্রাফ। ধারা অব্যাহত রেখে অনেকটাই কমল দৈনিক সংক্রমিতের সংখ্যা। কমেছে মৃত্যুও।

Advertisement

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭২ জন। দৈনিক সংক্রমিতের শীর্ষে কলকাতা। সেখানে আক্রান্ত ৮৯ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮৮ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ কোটি ১০ লক্ষ ৩৮৯ জন। অ্যাকটিভ কেস কমে দাঁড়াল ১৩ হাজার ৪৮৪। 

[আরও পড়ুন: ফের উত্তপ্ত টিটাগড়, বোমা বিস্ফোরণে গুরুতর জখম শিশু]

গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কমেছে খানিকটা। ভাইরাসে একদিনে ২৫ জনের প্রাণ কেড়েছে। মৃত্যুর নিরিখে শীর্ষে কলকাতা। তিলোত্তমায় একদিনে ৬ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত করোনা প্রাণ কেড়েছে ২০ হাজার ৯৯০ জনের। তবে সুস্থতাই আশা জোগাচ্ছে সকলকে। কারণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তুলনায় সুস্থতা প্রায় দ্বিগুণ। একদিনে ভাইরাসকে হারিয়েছেন ১ হাজার ৩৪৭ জন। রাজ্যে করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৭৫ হাজার ৯১৫ জন। সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ।

নমুনা পরীক্ষা এবং টিকাকরণের উপর বারবার জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাই সামান্য উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৮৪৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ২ কোটি ৩৭ লক্ষ ২৭ হাজার ৭০১টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিট রেট ১.৬৫ শতাংশ। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী টিকাকরণও চলছে জোরকদমে। একদিনে এ রাজ্যে ৬ লক্ষ ৭৭ হাজার ৬১৮ জন টিকা নিয়েছেন। তার মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৪৬ হাজার ৫১৩ জন এবং বাকি ৫ লক্ষ ৭৮ হাজার ৩২৯ জন নিয়েছেন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। গত কয়েকদিন ধরে কোভিড গ্রাফ নিম্নমুখী হওয়ায় স্বস্তিতে রাজ্যবাসী। তবে যথাযথ কোভিডবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞরা। না মানলে বড়সড় বিপদের আশঙ্কা করছেন তাঁরা।

[আরও পড়ুন: IPL Auction 2022 LIVE: ৯ কোটিতে প্রীতির দলে শাহরুখ, প্রত্যাশার তুলনায় কম দাম পেল কুল-চা জুটি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার