অর্ণব দাস, বারাসত: বাড়িতে একাধিকবার হামলা! ব্যবসা বন্ধ করে দেওয়ার অভিযোগ। প্রশাসনে অভিযোগ জানিয়েও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ। অবশেষে জেলাশাসকের কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন যুবক। ঘটনাটি ঘটেছে হাড়োয়ায়। তা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
স্বেচ্ছামৃত্যুর আবেদন জানানো যুবকের নাম শাহাবুদ্দিন মোল্লা। তিনি হাড়োয়ার খাসবালান্দা এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে লড়াই করেছিলেন। তাঁর অভিযোগ, তারপর থেকে সেই আক্রোশে, তাঁর বাড়িতে হামলা চালাচ্ছে তৃণমূল দুষ্কৃতীরা। আরও অভিযোগ তিনি যে ব্যবসা করতেন সেটিও ভয় দেখিয়ে বন্ধ করিয়ে দেওয়া হয়েছে।
শাহাবুদ্দিনের আরও দাবি, তিনি অনেকবার স্থানীয় প্রশাসনের কাছে এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন। কোনও সুরাহা হয়নি বলে তাঁর অভিযোগ। অবশেষে মঙ্গলবার তিনি জেলাশাসকের কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানান। শাহাবুদ্দিনের কথায়, "আমি এ নিয়ে স্থানীয় থানা ও প্রশাসনকে লিখিত দিয়েছি। কিন্তু কোনও সুরাহা হয়নি। তাই আমি স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়ে জেলাশাসককে চিঠি দিয়েছি।" যদিও এনিয়ে হাড়োয়া ব্লক তৃণমূল সভাপতি শফিক আহমেদের বক্তব্য, "সবটাই নাটক। ভোট আসলেই সে এরকম কিছু একটা করে। তৃণমূলকে কালিমালিপ্ত করতেই শাহাবুদ্দিন এমনটা করছে।"
