মাঘের শুরুতেই কি শীতের বিদায়ঘণ্টা বাজতে শুরু করেছে? আগামী কাল, সোমবার থেকে বাড়বে বঙ্গের তাপমাত্রা। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ, রবিবারও সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে। এমনই জানিয়েছে হাওয়া অফিস। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস জানিয়েছে, এদিন কিছুটা শীতের আমেজ বজায় থাকবে। কলকাতা ও আশপাশে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস। তবে সোমবার থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে। সোমবার থেকে বুধবারের মধ্যেই ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। সেক্ষেত্রে কলকাতায় ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যাবে। পশ্চিমের জেলাগুলিতেও পারদ চড়বে। লালমাটিতে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে পারদ থাকবে।
এদিনও সকালে দক্ষিণবঙ্গে ভোরে কুয়াশার দাপট দেখা গিয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলায় সকালে ঘন কুয়াশার আস্তরণ ছিল। কলকাতা-সহ আশপাশেও সকালে কুয়াশার প্রভাব ছিল। উত্তরবঙ্গেও ঘন কুয়াশার সতর্কবার্তা ছিল। ঘন কুয়াশায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। সেই বার্তাও দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা। দেশের অন্য কোনও রাজ্যে শৈত্যপ্রবাহের সর্তকতা আর নেই। উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু অংশে শীতের আমেজ রয়েছে।
