কাকিমার সঙ্গে বছর খানেকের বেশি সময় ধরে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সম্প্রতি সেই সম্পর্কে চিড় ধরে। বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করতে না পেরে চরম ঘটনা ঘটিয়ে ফেলল ভাসুরপো। সুযোগ পেয়ে কাকিমাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। শনিবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের এই নৃশংস ঘটনায় শিউরে উঠছেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় চাঞ্চল্য। যদিও এই ঘটনায় এখনও অধরা অভিযুক্ত।
পুলিশ সূত্রে খবর, কেশপুরের বসনচক গ্রামের বাসিন্দা পূজা বাগ, বয়স ২৮ বছর। তাঁর সঙ্গে গত প্রায় দু'বছর ধরে ভাসুরপো বিদেশ বাগের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। ইদানিং সেই সম্পর্কে খানিকটা চিড় ধরে। দু'জনের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। এসব জানিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সহদেব দোলুই। তিনি জানিয়েছে, প্রায় দেড়-দুই বছর ধরে ওদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। হয়তো ইদানিং সম্পর্কে চিড় ধরেছিল। যা সহ্য করতে পারেনি ভাসুরপো বিদেশ। শনিবার সকালে কাকিমা পূজা বাগ যখন নিজের লঙ্কাচাষের জমিতে চাষের কাজ করছিলেন, তখনই সেখানে হাজির হয় বিদেশ। কোনও কিছু বুঝে ওঠার আগেই পূজার পেটে ভোজালি চালিয়ে দেয় বলে অভিযোগ।
গুরুতর জখম অবস্থায় পূজা বাগকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল আনার পথেই মৃত্যু হয় তার। এই ঘটনায় গোটা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সহদেব দোলুইয়ের কথায়, ''পেটে ও পিঠে একাধিক ভোজালির আঘাত করা হয়েছে। ভোজালির চোটে পেটের নাড়িভুঁড়ি পর্যন্ত বেরিয়ে গিয়েছে। তড়িঘড়ি গাড়ির ব্যবস্থা করে তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।'' কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক ভাসুরপো বিদেশ। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
