shono
Advertisement
New Barrackpore

জিম ট্রেনারের 'যৌন লালসা'র শিকার, বাধা দিলে তরুণীকে মার! নিউ বারাকপুরে চাঞ্চল্য

তরুণীর সম্ভ্রম বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর এক বন্ধু।
Published By: Sayani SenPosted: 07:12 PM Jul 13, 2025Updated: 07:18 PM Jul 13, 2025

অর্ণব দাস, বারাকপুর: সোশাল মিডিয়ায় আলাপ হয়েছিল জিম ট্রেনারের সঙ্গে। বছরখানেকের এই আলাপ গড়িয়েছিল বন্ধুত্ব। সেই সুযোগে বছর তেইশের তরুণীকে বাড়িতে ডেকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল জিম ট্রেনারের বিরুদ্ধে। বাধা দিলে মারধর করা হয় বলেও অভিযোগ। নিউ বারাকপুর থানা এলাকার এই ঘটনার অভিযোগ দায়ের হতেই রবিবার গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত।

Advertisement

ধৃতের নাম বিদ্যুৎ দে। তাঁর বাড়ি নিউ বারাকপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের নবজীবন মোড় এলাকায়। বাড়িতেই তাঁর একটি জিম রয়েছে। সেই জিমে নিজের কসরত করা ও ট্রেনিং করানোর ছবি-ভিডিও সে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করত। সেই সূত্রেই বছর খানেক আগে সমাজমাধ্যমে তাঁর সঙ্গে আলাপ হয় নিমতার বাসিন্দা তরুণীর। দু'জনের মধ্যে কথাও হত নিয়মিত। শনিবার রাতেও তাঁদের মধ্যে কথা হয়। অভিযোগ, তখনই জিম ট্রেনার তরুণীকে তাঁর বাড়িতে আসতে চাপ দেয়৷ তাই, তরুণী নিমতা এলাকার তাঁর এক বন্ধু ও বান্ধবীকে নিয়ে যুবকের বাড়িতে যায়। অভিযোগ, বাড়িতে পৌছানোর কিছু সময় পরই মদ্যপ জিম ট্রেনার তরুণীকে ধর্ষণের চেষ্টা করে। তরুণী বাধা দেওয়ায় তাঁকে মারধর করে।

পুলিশের জালে অভিযুক্ত জিম ট্রেনার

বাঁচাতে গিয়ে পেশিবহুল বিদ্যুতের হাতে আক্রান্ত হন নির্যাতিতার বন্ধু ও বান্ধবী। এমন পরিস্থিতিতে তাঁরা কোনওমতে বিদ্যুতের বাড়ি থেকে বেরিয়ে নিউ বারাকপুর থানায় পৌঁছে অভিযোগ জানায়, পাশাপাশি প্রাথমিক চিকিৎসাও করায় আক্রান্তরা। এরপরই এদিন সকালে অভিযুক্তকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার ধৃতকে আদালতে পেশ করা হবে বলেই জানা গিয়েছে। জিম ট্রেনারের বিরুদ্ধে ওঠা এখানে অভিযোগে নিন্দা জানিয়েছে জিম অ্যান্ড ফিটনেস অপারেটর অ্যাসোসিয়েশন। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক অভিক বসু ঠাকুর বলেন, "ঘটনায় আমরা লজ্জিত। এর তীব্র নিন্দা জানাচ্ছি। চাই সঠিক বিচার হোক, তরুণী বিচার পাক।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জিম ট্রেনারের ধর্ষণের চেষ্টার অভিযোগ।
  • অভিযোগ, বাধা দিলে ওই তরুণীকে মারধর করা হয়।
  • নিউ বারাকপুরে ঘটনায় চাঞ্চল্য।
Advertisement