shono
Advertisement

ব‌্যারাকে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী মহিলা আরপিএফ, বহরমপুরের ঘটনায় ধোঁয়াশা

'মহিলাদের মধ্যে বেস্ট ছিলেন', বলছেন আইজি,আরপিএফ।
Posted: 08:05 PM Jul 22, 2023Updated: 08:05 PM Jul 22, 2023

সুব্রত বিশ্বাস: ব‌্যারাকের মধ্যেই গলায় দড়ি দিয়ে আত্মহত‌্যা করলেন আরপিএফের (RPF) মহিলা কনস্টেবল। বহরমপুর (Baharampur) কোর্ট স্টেশনের কাছের ব‌্যারাকে শনিবার সাড়ে এগারোটার সময় এই ঘটনা ঘটে। আত্মঘাতী কনস্টেবলের নাম উমা কুমারী। বয়স ২৫ বছর।

Advertisement

সীতারামপুরের বাসিন্দা উমা ২০২০ সালে আরপিএফে যোগ দেন। বছর তিনেকের কর্মজীবনে আত্মহত‌্যার (Suicide) ঘটনায় রহস‌্য দানা বেঁধেছে। জানা গিয়েছে, শুক্রবার তাঁর সাপ্তাহিক ছুটি ছিল। ওই দিন ব‌্যারাকে গল্পগুজব করেই কাটান। শনিবার সকালে নিজের বাবার সঙ্গে দীর্ঘক্ষণ গল্পও করেন। এরপর বেলার দিকে সবার অলক্ষ্যে গলায় দড়ি দেন। সহকর্মীদের নজরে বিষয়টি আসার পর তাঁরা তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে যান। কিন্তু বাঁচানো যায়নি উমাকে। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

[আরও পড়ুন: ১৫ দিনের মধ্যে সরাতে হবে মসজিদ! জমি দখলমুক্ত করতে কড়া নোটিস রেলের]

কী কারণে তরুণী মহিলা কনস্টেবলের এমন পদক্ষেপ? কাজের চাপ নাকি কোনও ব্যক্তিগত কারণ? এনিয়ে শুরু হয়েছে গুঞ্জন। তবে কর্মক্ষেত্রে কোনওরকম মানসিক অবসাদের আশঙ্কা উড়িয়ে দিয়েছেন আরপিএফের আইজি (IG) পরম শিব। তিনি বলেন, ”মেয়েদের মধ্যে বেস্ট কনস্টেবল হিসাবে কাজ করছিলেন উমা। তাঁর সুনামও ছিল। ফলে অবসাদ বা কাজের জায়গার কোনও কারণে আত্মহত্যা করেছেন, তেমন আশঙ্কা নেই।” তবে প্রণয়ঘটিত কোনও বিষয় রয়েছে কি না, তা স্পষ্ট করতে পারেননি তিনি। রেল পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে।

[আরও পড়ুন: পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন, কলকাতা লিগে মহামেডানকে হারাল ডায়মন্ড হারবার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement