shono
Advertisement
Uluberia

শ্রাদ্ধানুষ্ঠানে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, ডাম্পার পিষে দিল মহিলাকে

এলাকার বাসিন্দারা নিমদিঘিতে উড়ালপুল তৈরির জোরালো দাবি তুলেছেন।
Published By: Suhrid DasPosted: 07:52 PM Jan 04, 2025Updated: 07:52 PM Jan 04, 2025

মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: স্বামীর সঙ্গে বাইকের পিছনে চেপে আত্মীয়ের শ্রাদ্ধানুষ্ঠানে যাচ্ছিলেন মহিলা। সেই সময়ই বাইকের পিছনে এসে ধাক্কা মারে একটি ডাম্পার। ছিটকে পরে যান ওই মহিলা। তাঁকে পিছন থেকে এসে পিষে দেয় ওই গাড়িটি। শনিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, উলুবেড়িয়া নিমদিঘি মোড়ের কাছে মুম্বই রোডে।

Advertisement

মৃতের নাম লীলা দত্ত মাহাতো (৪৫)। তাঁর বাড়ি বাউড়িয়া কাজিরচড়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুসারে, এদিন দুপুরে ওই গৃহবধূ স্বামী বিকাশ মাহাতোর সঙ্গে কোলাঘাট এক আত্মীয়ের শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। নিমদিঘিতে মুম্বই রোডে সিগন্যাল লাল থাকার কারণে বিকাশ মাহাতো বাইকের গতি কম করেন। সেই সময় পিছন থেকে দ্রুতগতিতে এসে ওই ডাম্পার বাইকে ধাক্কা মারে। স্বামী-স্ত্রী দুজনেই রাস্তার উপর ছিটকে পড়ে যান। ওই ডাম্পারটি মহিলার পেটের উপর দিয়ে চলে যায়।

দুর্ঘটনার পর সেখানে ছুটে যান স্থানীয়রা। রক্তাক্ত ওই মহিলাকে উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। চিকিৎসা শুরু হলেও কিছু সময়ের মধ্যেই তিনি মারা যান। এই ঘটনার পরিবারে শোকের ছায়া নেমে আসে। স্বামী বিকাশ মাহাতোর শরীরে অল্প চোট লেগেছে। এই ঘটনার পরে এলাকার বাসিন্দারা নিমদিঘিতে উড়ালপুল তৈরির জোরালো দাবি তুলেছেন। বাসিন্দাদের দাবি, ওই এলাকায় মাঝেমধ্যেই দ্রুত বেগে গাড়ি চলার জন্য দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ডাম্পার ও চালককে গ্রেপ্তার করেছে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আত্মীয়ের শ্রাদ্ধানুষ্ঠানে যাচ্ছিলেন মহিলা।
  • সেই সময়ই বাইকের পিছনে এসে ধাক্কা মারে একটি ডাম্পার।
  • ছিটকে পরে যান ওই মহিলা।
Advertisement