shono
Advertisement
Alipurduar

আনসার জঙ্গিদের নিশানায় পাওয়ার গ্রিড! আলিপুরদুয়ারে জরবদস্ত নিরাপত্তা বিদ্যুৎ সাবস্টেশনে

বীরপাড়া বিদ্যুৎ দপ্তরে গিয়ে NIA নাশকতা নিয়ে সতর্ক করেছিল। তারপরই এই কড়াকড়ি।
Published By: Sucheta SenguptaPosted: 05:59 PM Jan 06, 2025Updated: 06:00 PM Jan 06, 2025

রাজ কুমার, আলিপুরদুয়ার: জঙ্গিদের নিশানায় এবার পাওয়ার গ্রিড। নাশকতার আশঙ্কায় জেলার সব বিদ্যুৎ সাবস্টেশনে সতর্কতা জারি করেছে আলিপুরদুয়ার জেলা বিদ্যুৎ দপ্তর। জেলায় বিদ্যুৎ দপ্তরের মোট ১৬ টি সাবস্টেশন রয়েছে। সবকটিতেই সাবস্টেশনে সতর্কতা জারি করা হয়েছে। প্রত্যেক সাবস্টেশনের গেট ২৪ ঘণ্টা বন্ধ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ভিতরে কেউ ঢুকতে চাইলে তাঁদের পরিচয়পত্র দেখে তা যাচাইয়ের পরেই অনুমতি মিলছে।

Advertisement

কিন্তু কেন এই সতর্কতা? জেলা বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার শহর লাগোয়া বীরপাড়ায় বিদ্যুৎ দপ্তরের ২২০ কেবি সাবস্টেশনে ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সির (এনআইএ) একটি দল আসে। তারাই নাশকতার আশঙ্কার কথা জানায়। আর তারপরেই জেলার সাবস্টেশনে সতর্কতা জারি করেছে বিদ্যুৎ দপ্তর।

সম্প্রতি বাংলাদেশের আনসারুল্লা বাংলা টিমের (এবিটি) একাধিক জঙ্গি অসম ও বাংলায় গ্রেপ্তার হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে আলিপুরদুয়ারের নাম একাধিকবার উঠে এসেছে গোয়েন্দাদের হাতে। আলিপুরদুয়ারে ওই জঙ্গি গোষ্ঠীর যাতায়াত ছিল বলেও গোয়েন্দাদের হাতে প্রমাণ মিলেছে। আর তার পরেই নড়েচড়ে বসেছে দেশের গোয়েন্দা সংস্থা এনআইএ। একটি দল একাধিকবার আলিপুরদুয়ারেও এসেছেন। তদন্তে নেমেছে এই রাজ্যের এসটিএফ। সতর্ক করা হয়েছে জেলা পুলিশকেও। যদিও বিষয়টি নিয়ে জেলা পুলিশের কর্তারা মুখ খুলতে নারাজ।

উল্লেখ্য, ভৌগলিক দিক থেকে অসম সীমানা ও ভুটানের আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত আলিপুরদুয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত। অবস্থানগত কারণেই এই জেলার নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট রাখা অত্যন্ত জরুরি বলে মনে করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আর সেই কারণে জেলার বিদ্যুৎ দপ্তরের সাবস্টেশনগুলিতে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই সব সাবস্টেশনে নাশকতা ঘটালে মুহূর্তে জেলার বিভিন্ন এলাকাকে অন্ধকার করে দেওয়া যেতে পারে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটবে। আর তাতেই বড়সড় নাশকতায় সুবিধে হয় বলে মনে করছেন গোয়েন্দারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জঙ্গিদের নিশানায় এবার পাওয়ার গ্রিড!
  • গোয়েন্দা সতর্কতা পেয়ে আলিপুরদুয়ারের ১৬টি সাবস্টেশনে বাড়ল নিরাপত্তা।
Advertisement