shono
Advertisement
Trafficking

কাজের প্রলোভনে মহিলাকে বিক্রি! জগদ্দলের ঘটনায় নারী পাচার চক্রের সন্ধান রাজস্থানে

রাজস্থান পুলিশের সাহায্য নিয়ে ওই মহিলাকে উদ্ধার করার চেষ্টায় জগদ্দল থানার পুলিশ।
Published By: Sucheta SenguptaPosted: 06:32 PM Mar 10, 2025Updated: 07:09 PM Mar 10, 2025

অর্ণব দাস, বারাকপুর: কাজ দেওয়ার নাম করে এক মহিলাকে ভিনরাজ্যে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ। উত্তর ২৪ পরগনার জগদ্দল থানা এই অভিযোগ পেয়ে তদন্তে নামতেই নারী পাচার চক্রের হদিশ মিলল রাজস্থানে! এর নেপথ্যে আবার এক মহিলার যোগ রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি। এ বিষয়ে রাজস্থান পুলিশের সাহায্য নিচ্ছে পুলিশ। যে মহিলাকে বিক্রি করা হয়েছে, তাঁকেও সেখানকার পুলিশের সাহায্যে উদ্ধার করা হবে বলে খবর।

Advertisement

ঘটনা জগদ্দলের আঁতপুর এলাকার। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখানকার এক মহিলা আচমকা নিখোঁজ হয়ে যান। জানা যায়, এলাকারই পরিচিত এক মহিলা তাকে মোটা বেতনের প্রলোভন দেখিয়ে রাজস্থানে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। বলেছিল, রাজস্থানে গিয়ে এক রোগীকে দেখাশোনা করতে হবে। তার প্রস্তাবে রাজি হয়ে আঁতপুরে মহিলা গত ১৮ ফেব্রুয়ারি রাজস্থানে নিয়ে যায়। আর সেখানে নিয়ে গিয়ে তাঁকে বিক্রি করা হয়েছে বলেই অভিযোগ তুলেছে পরিবার।

নিখোঁজ মহিলার মা জানিয়েছেন, "আয়ার কাজ দেবে বলে স্থানীয় এক মহিলা আমার মেয়েকে রাজস্থান নিয়ে গিয়েছিল। সেই মহিলার সঙ্গে তাঁর স্বামীও ছিল। কিন্তু বেশ কিছুদিন ধরেই মেয়ের সঙ্গে আমরা আর কোনও যোগাযোগ করতে পারছিলাম না। তারপর বিক্রি করে দেওয়ার খবর জেনে পরিবারের সদস্যরা রাজস্থান গিয়েছিল। তখন তাদের হুমকি দেওয়া হয় যে এটা জানাজানি হলে মেয়েকে মেরে ফেলবে। তাই এখানের পুলিশের কাছে এসেছি।" জগদ্দল থানায় অভিযোগ দায়ের হওয়ার ঘটনা জানাজানি হতেই সোমবার চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ জানিয়েছে, রাজস্থানের সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে। ওই মহিলা প্রাপ্তবয়স্ক। সেখানের পুলিশ তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। তখন মহিলা যদি অভিযোগ জানান, তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে। তাঁকে উদ্ধার করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জগদ্দলে এক মহিলা নিখোঁজের ঘটনায় নারী পাচার চক্রের যোগ!
  • কাজের প্রলোভন দেখিয়ে রাজস্থানে নিয়ে গিয়ে বিক্রির করে দেওয়ার অভিযোগ।
  • রাজস্থান পুলিশের সাহায্য নিয়ে ওই মহিলাকে উদ্ধার করার চেষ্টায় জগদ্দল থানার পুলিশ।
Advertisement