shono
Advertisement
Bongaon

পরকীয়ায় গৃহবধূর সর্বস্ব লুট করে গা ঢাকা, দু'মাস পর 'প্রেম জাগতেই' ভয়ঙ্কর পরিণতি যুবকের

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Published By: Suhrid DasPosted: 06:52 PM Apr 19, 2025Updated: 06:52 PM Apr 19, 2025

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: এক গৃহবধূর সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়েছিল যুবক। শুধু তাই নয়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবতীর থেকে টাকা, গয়না নিয়ে চম্পট দিয়েছিল গুণধর। গোটা বিষয়টি জানাজানি হওয়ায় ওই বধূ আত্মহত্যার চেষ্টা করেন, তিনি এখন হাসপাতালে ভর্তি। এদিকে  'প্রেম জাগতেই' ওই বধূর খবর নিতে অভিযুক্ত প্রেমিক বধূর শ্বশুরবাড়ি গিয়েছিল। ওই বাড়ির লোকজনের কাছে ধরা পড়ে যেতেই শুরু হয় উত্তমমধ্যম। ওই যুবককে খুঁটিতে বেঁধে চলে গণপিটুনি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার ঘাটবাওর এলাকায়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ ধরেই ঘাটবাওড় এলাকার এক গৃহবধূর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল তাপস অধিকারী নামে ওই যুবকের। তার বাড়ি বাগদার মামাভাগ্নে গ্রামে। অভিযোগ, ওই যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর থেকে টাকা, গয়না হাতিয়ে চম্পট দেয় সে। এদিকে এই সম্পর্কের কথা শ্বশুরবাড়ির লোকজন ও স্বামী জানতে পেরে যায়। অপমানের গ্লানিতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই বধূ। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। কার্যত মৃত্যুর মুখ থেকে তিনি ফিরে আসেন। তবে এখনও তিনি কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে ওই বধূর সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করতে পারছিল না ওই অভিযুক্ত যুবক। আজ শনিবার বেলায় ওই বধূর শ্বশুরবাড়িতে গিয়ে খোঁজখবর শুরু করে সে। কথাবার্তায় সন্দেহ হয় ওই বাড়ির লোকদের। পাকড়াও করে চেপে ধরতেই প্রেমের কথা স্বীকার করে ওই যুবক। তারপরেই তাকে বাড়ির পাশের খুঁটিতে বেঁধে শুরু হয় মারধর। বনগাঁ থানায় আগেই ওই অভিযুক্তের নামে অভিযোগ দায়ের হয়েছিল ওই পরিবারের পক্ষ থেকে। এদিন তাঁকে ধরার পরেই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিষয়টির তদন্ত শুরু হয়েছে বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এক গৃহবধূর সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়েছিল যুবক।
  • শুধু তাই নয়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবতীর থেকে টাকা, গয়না নিয়ে চম্পট দিয়েছিল গুণধর।
  • গোটা বিষয়টি জানাজানি হওয়ায় ওই বধূ আত্মহত্যার চেষ্টা করেন, তিনি এখন হাসপাতালে ভর্তি।
Advertisement