shono
Advertisement
Chalchitra Teaser

শহরের বুকে একের পর এক মহিলা খুন! খুনি ধরতে নাজেহাল টোটা, জমজমাট 'চালচিত্র'র টিজার

তিন বছর পর বাংলা ছবি নিয়ে ফিরছেন পরিচালক প্রতিম ডি গুপ্ত ৷
Published By: Akash MisraPosted: 02:37 PM Oct 02, 2024Updated: 02:37 PM Oct 02, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলারাই টার্গেট। আর নেপথ্যে চণ্ডীপাঠ। হ্যাঁ, মহালয়ার দিন প্রকাশ্যে এল রহস্য-রোমাঞ্চে ভরা চালচিত্র ছবির টিজার। প্রথম ঝলকেই পরিচালক প্রতিম ডি গুপ্ত বুঝিয়ে দিলেন, এই ছবি অন্যান্য বাংলা ছবির থেকে অনেকটাই হটকে!

Advertisement

প্রতিম ডি গুপ্তর এই ছবিতে উঠে আসবে কলকাতার বুকে ধারাবাহিক খুনের তদন্তে নামবেন পুলিশবাহিনী। আর সেই পুলিশবাহিনীতে চারজন পুলিশের চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুকে। নারীদের নিরাপত্তার কথা উঠে আসবে এখানে। পুজোর আগে শহরে একের পর এক মেয়ের খুনের তদন্তকে ঘিরে এই ছবির গল্প এগোবে। এই ছবিতে রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা অপূর্ব। তাঁর চরিত্রটি যে বেশ ডার্ক। তা ঝলকেই ইঙ্গিত রয়েছে। এই ছবির মাধ্যমে তিনি টলিউডে পা রাখবেন। গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাইমা সেন, স্বস্তিকা দত্ত, ব্রাত্য বসুকে। রাইমাকে দেখা যাবে টোটার স্ত্রীর চরিত্রে। স্বস্তিকা হবেন শান্তনুর প্রেমিকা।

তিন বছর পর বাংলা ছবি নিয়ে ফিরছেন পরিচালক প্রতিম ডি গুপ্ত ৷ সামাজিক মাধ্যমে ছবির পোস্টারও শেয়ার করেছিলেন পরিচালক ৷ রহস্য রোমাঞ্চে ঘেরা এই ছবিতে টোটা রায়চৌধুরী, রাইমা সেন বর্মা, অনিবার্ণ চক্রবর্তী, স্বস্তিকা দত্ত ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বলিউডের শান্তনু মহেশ্বরী ৷ ২০২৩ সালে পরিচালক নিয়ে আসেন তাঁর প্রথম হিন্দি রোমান্টিক থ্রিলার-ফ্যান্টাসি সিরিজ ‘টুথপরি: হোয়েন লাভ বাইটস’ ৷ সিরিজটি মুক্তি পায় নেটফ্লিক্স-এ ৷ সিরিজটি ভূয়সী প্রশংসা পেয়েছিল।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২৩ সালে পরিচালক নিয়ে আসেন তাঁর প্রথম হিন্দি রোমান্টিক থ্রিলার-ফ্যান্টাসি সিরিজ ‘টুথপরি: হোয়েন লাভ বাইটস’ ৷
  • প্রতিম ডি গুপ্তর এই ছবিতে উঠে আসবে কলকাতার বুকে ধারাবাহিক খুনের তদন্তে নামবেন পুলিশবাহিনী।
Advertisement