সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬ জুলাই টেলিভিশনের দুনিয়ার যাত্রা শুরু করেছিল ‘কাদম্বিনী’ (Kadambini)। মাত্র তিন মাসেই বন্ধ হয়ে যাচ্ছে বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি ধারাবাহিকটি। মাত্র তিন মাসেই কেন বন্ধ হচ্ছে বাংলা ধারাবাহিক (Bengali Serial)? এই নিয়ে প্রশ্ন বিভিন্ন মহলে।
কাদম্বিনী গঙ্গোপাধ্যায় (Kadambini Ganguly)। ব্রিটিশ ভারতের প্রথম দুই জন নারী স্নাতকের একজন। ইউরোপীয় চিকিৎসাশাস্ত্রে শিক্ষিত দক্ষিণ এশিয়ার প্রথম নারী চিকিৎসক। উইকিপিডিয়া খুঁজলেই মিলবে এই তথ্য। রক্ষণশীল সমাজের বিরুদ্ধে লড়ে কীভাবে নিজের লক্ষ্যে পৌঁছেছিলেন এক বাঙালি নারী। এই নিয়েই শুরু হয়েছিল ধারাবাহিক। কাদম্বিনীর চরিত্রে রয়েছেন উষসী রায় (Ushasi Ray)। কাদম্বিনীদেবীর স্বামী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন মনোজ ওঝা (Manoj Ojha)। কিছুদিন আগেই ধারাবাহিক বন্ধের নোটিস এসেছে। ফোনে ‘সংবাদ প্রতিদিন’ ডিজিটালের প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন উষসী। কিন্তু কেন আচমকা ধারাবাহিক বন্ধের নোটিস? সেই সম্পর্কে কিছু জানেন না বলেই দাবি অভিনেত্রীর। এখনও শেষ কয়েকদিনের শুটিং বাকি। সেই কাজেই ব্যস্ত অভিনেত্রী। খুব সম্ভবত ৩০ সেপ্টেম্বরই কাজ শেষ।
[আরও পড়ুন: NCB’র জিজ্ঞাসাবাদে ‘ড্রাগ চ্যাটে’র কথা স্বীকার দীপিকার! বিস্ফোরক তথ্য দিলেন শ্রদ্ধা কাপুরও ]
এরই মধ্যে এত অল্প সময়ে ধারাবাহিক বন্ধের খবরে বিভিন্ন মহলে নানা গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। কোনও পক্ষের দাবি, কুটকচালি নেই বলেই ধারাবাহিকের টিআরপি কম। সেই কারণেই সেটি বন্ধ হয়ে যাচ্ছে। জানা গিয়েছে, ১০-এর মধ্যে সাধারণত চারের কাছাকাছিই থাকে ধারাবাহিকের টিআরপি। গত সপ্তাহে ৫.৩ টিআরপি রেটিং এসেছে। আরেক পক্ষের আবার বক্তব্য, স্টার জলসায় ‘প্রথমা কাদম্বিনী’ (Prothoma Kadambini) আগে শুরু হয়ে যাওয়ায় জি বাংলার ধারাবাহিকটি হালে পানি পায়নি। কারণ যাই হোক। পুজোর আগে এই অকাল সমাপ্তির ঘোষণায় মন খারাপ টেলি দুনিয়ায় দর্শক এবং কলাকুশলীদের।
[আরও পড়ুন: ‘বিগ বস ১৪’র ভারচুয়াল সফরে সলমন, আলাপ করালেন প্রথম প্রতিযোগী বাঙালি তরুণের সঙ্গে]
The post বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক ‘কাদম্বিনী’, টিআরপি কম বলেই কি এই সিদ্ধান্ত? appeared first on Sangbad Pratidin.