সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী তিন দিন অন্ধকারে ডুববে বেঙ্গালুরু (Bengaluru) শহর। জানিয়ে দিল বেঙ্গালুরু ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি এবং কর্নাটক পাওয়ার ট্রান্সমিশন কর্পোরেশন লিমিটেড। বেশ কিছু লাইন মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
দুই বিদ্যুৎ সংস্থা জানিয়েছে, আগামী তিনদিনে পর্যায়ক্রমে প্রকল্পগুলির মধ্যে রয়েছে সংস্কার, আধুনিকীকরণ, লাইন রক্ষণাবেক্ষণ, ওভারহেড থেকে আন্ডারগ্রাউন্ডে তারের স্থানান্তর, খুঁটি স্থানান্তর, রিং মেইন ইউনিট (আরএমইউ) রক্ষণাবেক্ষণ, গাছের মাথা ছাঁটাই এবং ভূগর্ভস্থ তারের ক্ষতি সংশোধন-সহ আরও অনেক কাজ। অধিকাংশ ক্ষেত্রে বিদ্যুৎবিভ্রাট ঘটবে সকাল ১০টা থেকে বিকাল ৫ টার মধ্যে। কিছু কাজ আরও ভোরের দিকে অথবা গভীর রাতেও সম্পন্ন হতে পারে। কম-বেশি এর প্রভাব পড়বে গোটা বেঙ্গালুরু শহরেই।
[আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখায় ‘জয় শ্রীরাম’ ধ্বনি চিনা জওয়ানদের! ভাইরাল ভিডিও]
২৩ জানুয়ারি বিদ্যুৎবিভ্রাট ঘটবে মায়াসান্দ্রা, জাদেয়া, শেট্টিগৌদানহল্লি, সিগেহল্লি, ইটিঘাল্লি, বিজয়পুরা, জাগামকোত্তে, ডোডডাবেলাভাঙ্গালা, গুন্ডামগেরে, সাসলু, ইএইচটি এয়ার, মঞ্জুনাথনগর, শিবনাগারা, প্রকাশ নাগারা, এলএন পুরা, সুব্রমণ্যনগর, রাজাজিনগর, অমরনগর, টেলগাঁও, টেলগাঁও, রাজনগরী yout, Rpc লেআউট, হাম্পি নগর, অগ্রহারা, দাসরহালি, ইন্দিরা নাগারা, ১২তম ব্লক, ৭তম ব্লক, ১১তম ব্লক, আরজিএ অবকাঠামো ১ এবং ২, ৯তম এ ব্লক, ৯তম বি ব্লক, ইন্টেল এবং স্টেশন অক্সিলারি।
২৪ জানুয়ারি বিদ্যুৎবিভ্রাট ঘটবে মালেবেনুর, হালিভানা, কুম্বালুরু, বুদিহাল, নন্দিতাভারে, কোক্কানুরু, গোভিনাহাল, কুনেবেলাকেরে, হিন্দুসগাট্টা, কুমারাহনাহল্লি, গুদ্দাদাহল্লি, দেবরাবেলাকেরে, মেলেকাট্টে, জারিকাট্টি, মুদাহাদি, সালকাট্টি, কে. বেভিনাহল্লী, মারদাওয়ালি, মারদাওয়াল্লি, কাদাওয়ালি, গোড্ডাহাল্লি ges, BWSSB এসটিপি, জক্কাসন্দ্রা, এইচএসআর ৫ম সেক্টর, টিচার্স কলোনি, ভেঙ্কটাপুরার অংশ, গ্রিনেজ অ্যাপার্টমেন্ট এবং কোরামঙ্গলা এক্সটেনশন।
[আরও পড়ুন: রামমন্দির উদ্বোধন নিয়ে কড়া প্রতিক্রিয়া, কী বলল পাকিস্তান?]
এছাড়াও ২৩ থেকে ২৫ জানুয়ারির মধ্যে বিদ্যুৎ থাকবে না ডোড্ডাবল্লাপুরা টাউন, রাজগট্টা, টিপপুরু, রঘুনাথপুরা, তালাগওয়ারা, গন্দ্রাজাপুরা, কোনাগাট্টা, মুদ্দানয়কানাপল্যা, হানাবে, এসএস ঘাটি, অন্তরাহল্লি, কান্তানকুন্টে, নেরালাগাট্টা, হাদোনাহল্লি এবং আশেপাশের এলাকা, ওবালাপুরা, কেড্ড্ডাহালি, ডোড্ডাবল্ল্যা, ডোড্ডাব্লাপুরা, কেড্ডাহালি, ডোড্ডাবল্লাপুরা অথবা, কাসারঘাটা, মহিমাপুরা, লাক্কেনাহাল্লি, মেলেকাথিগনুর, জি জি পাল্যা, কে অগ্রহারা, আরেবোমানাহাল্লি, কোডগি বোমানাহাল্লি, লাক্কাসন্দ্র, সুলকুন্তে, হালকুরু এবং থিম্মাসন্দ্রা।