সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোক না ইংরাজি৷ তাও নতুন বছর তো বটে৷ আহ্লাদে আটখানা হওয়ার এই সুযোগ ছাড়া যায় কি? কিন্তু উল্লাসের স্রোতে গা ভাসাতে গিয়ে বিপদ ডেকে আনছে না তো দেশের আইটি হাব বেঙ্গালুরু? এই প্রশ্নই এখন ঘুরে ফিরে আসছে অনেকের মনে৷ কেননা শহরের বিখ্যাত এমজি রোড ও ব্রিগেড রোডে বর্ষবরণের রাতে শ্লীলতাহানি ঘটল অসংখ্য মহিলার৷
কী ঘটেছিল সেখানে? বেঙ্গালুরুর এক দৈনিক সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী বর্ষবরণের রাতে সেখানে সেলিব্রেট করার জন্য এসেছিলেন বহু মানুষ৷ নারী-পুরুষ নির্বিশেষে সবাই মেতেছিলেন নতুন বছরকে স্বাগত জানাতে৷ অভিযোগ, রাত বাড়তেই সেখানে ভিড় জমাতে থাকে সুযোগসন্ধানী মানুষের দল৷ ভিড়ের সুযোগ নিয়ে মহিলাদের হেনস্তা করা হয়৷ অনেকেই মহিলাদের ওপর জোরজুলুম করতে থাকে৷ এই নিয়ে ছবিও প্রকাশ করেছে ওই দৈনিক৷ যাতে দেখা যাচ্ছে, অনেকেই পুলিশের সাহায্য চাইতে দৌড়ে আসছেন৷ শোনা গিয়েছে অনেক মহিলা ছোট ছুরি, পেপার স্প্রেও ব্যবহার করেছেন বাঁচতে৷ অভিযোগ, ১৫০০ পুলিশ মোতায়েন ছিল সেই রাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে৷ তাঁদের চোখের সামনেই এসব ঘটনা ঘটেছে৷
জানা গিয়েছে, শুধুমাত্র বর্ষবরণের রাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে বেঙ্গালুরুতে ৫০০ জনেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে৷ এই ঘটনার পরই অনেকে প্রশ্ন তুলেছেন গার্ডেন সিটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে৷ প্রশ্ন উঠেছে, তাহলে কী অপরাধের হারে রাজধানী দিল্লিকেও ছাপিয়ে যাচ্ছে দেশের আইটি হাব?
The post পুলিশের সামনেই শ্লীলতাহানি অসংখ্য মহিলার appeared first on Sangbad Pratidin.