shono
Advertisement

এক জুম কলেই ছাঁটাই হয়েছিল ৯০০ জন, এবার তিন হাজার কর্মীর চাকরি খেল সংস্থা!

ফের সমালোচনার মুখে মার্কিন ওই সংস্থা।
Posted: 01:18 PM Mar 09, 2022Updated: 01:54 PM Mar 09, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেটার ডট কম। গত ডিসেম্বরেই শিরোনামে এসেছিল মার্কিন (US) এই সংস্থা। একটি জুম কল বৈঠকে ১৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করে বিতর্কে জড়িয়েছিলেন নিউ ইয়র্কের (New York) মর্টগেজ সংস্থাটির সিইও। তবে সেবার ছাঁটাই হওয়া মোট কর্মীর সংখ্যা ছিল ৯০০। এবার ফের একই পথে হাঁটল তারা। বরং আগের নজির ভেঙে আরও বেশি করে কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হল।

Advertisement

জানা গিয়েছে, আমেরিকা ও ভারত মিলিয়ে এবার তিন হাজার কর্মীকে ছাঁটাই করা হয়েছে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? সংস্থার অন্তর্বর্তীকালীন সভাপতি কেভিন রায়ান জানাচ্ছেন, সুদের হার লাফিয়ে বাড়ছে। আর এর ফলেই ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে সংস্থাকে। এই পরিস্থিতিতে বাধ্যত এই পথে হাঁটতে হচ্ছে তাঁদের।

[আরও পড়ুন: রাশিয়ার থেকে তেল ও গ্যাস আমদানি বন্ধ করল আমেরিকা, বড় ঘোষণা বাইডেনের]

বেটার ডট কম নামের ওই সংস্থায় সব মিলিয়ে হাজার আটেক কর্মী রয়েছে। তাঁদের মধ্য়ে তিন হাজারই এবার কাজ হারালেন। গত ৮ মার্চ কোনও নোটিস ছাড়াই ওই কর্মীদের জানিয়ে দেওয়া হয়, তাঁদের আর দরকার নেই। স্বাভাবিক ভাবেই সমালোচনা শুরু হয়েছে এই ঘটনাকে ঘিরে। তবে সংস্থার তরফে জানানো হয়েছে, পরিস্থিতির দিকে নজর রেখে ৬০ থেকে ৮০ দিন সময় দেওয়া হবে। ততদিন পর্যন্ত বেতন ঠিকই পাবেন কর্মীরা। তাঁরা যাতে সময় নিয়ে নতুন কাজ খুঁজে নিতে পারেন তাই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সকে এমনটাই জানাচ্ছেন রায়ান।

গত ডিসেম্বরে ক্রিসমাসের ছুটি শুরু হওয়ার আগে মাসের প্রথম দিন জুম বৈঠকে ৯০০ জনকে একলপ্তে ছাঁটাই করেছিল এই সংস্থা। ওই জুম কলের ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনা। তখনই শোনা গিয়েছিল, এমন কাজ ওই সংস্থা আগেও করেছে। এবার ফের বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল তারা।

[আরও পড়ুন: ছেলের বিয়ের খুশিতে আত্মহারা, অতিরিক্ত মদ্যপানে বাবার মৃ্ত্যু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement