অর্ণব আইচ, পেট্রাপোল: স্বাধীনতা দিবসের আগে জঙ্গিহানা রুখতে যৌথভাবে তৎপর হল ভারত ও বাংলাদেশের দুই সীমান্তরক্ষী বাহিনী৷ বর্ডার গার্ড অফ বাংলাদেশ (বিজিবি)-র পক্ষ থেকে বিএসএফ-এর হাতে জঙ্গিদের একটি তালিকা তুলে দেওয়া হয়েছে৷ এর মধ্যে গুলশন হামলার চক্রীরা যেমন রয়েছে, তেমনই বাংলাদেশি জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিনের জঙ্গিদের নামও রয়েছে তালিকায়৷ একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশে আইএসের কয়েকজন জঙ্গির নামও রয়েছে ওই তালিকায়৷ বুধবার পেট্রাপোল সীমান্তে এই বিষয়টি নিয়ে দুই দেশের বাহিনীর কর্তাদের মধ্যে একটি বৈঠক হয়৷
এর আগে গত ২৬ থেকে ২৯ জুলাই বিএসএফ ও বিজিবি-র আইজি স্তরের একটি বৈঠক হয়েছিল৷ সেই বৈঠকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম ও রংপুরের আইজি উপস্থিত ছিলেন৷ তখনও জঙ্গিদের নিয়ন্ত্রণে আনতে দুই দেশের কর্তাদের মধ্যে আলোচনা হয়েছিল৷ গুলশন হামলার পর আরও বেশি করে সতর্ক হয়েছেন বাংলাদেশের গোয়েন্দারা৷ এদিন পেট্রাপোল সীমান্তের একটি অনুষ্ঠানে বিজিবির এক পদস্থ কর্তা জানান, ব়্যাব-সহ বাংলাদেশের কয়েকটি গোয়েন্দা সংস্থা যে তথ্য দিয়েছে তারই ভিত্তিতে জঙ্গিদের এই তালিকা তৈরি হয়েছে৷ জঙ্গিদের একটি অংশ ভারতে প্রবেশ করার চেষ্টা করছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিজিবির ওই শীর্ষ কর্তা৷
বিএসএফ-এর এক শীর্ষকর্তা জানান, জঙ্গিদের বিষয়ে দুই দেশের বাহিনীর মধ্যে তথ্য আদান-প্রদান চলছে৷ বাংলাদেশের পক্ষ থেকে যে তালিকা দেওয়া হয়েছে তার ভিত্তিতে অনুপ্রবেশকারীদের উপর নজরদারি বাড়ানো হয়েছে৷ গুলশন হামলার মূল চক্রী তামিম চৌধুরি ও অন্য চক্রীরা এই দেশে আশ্রয় নিতে পারে বলে গোয়েন্দাদের কাছে খবর এসেছে৷ এছাড়াও বাংলাদেশের আইএস নেতা সুলেমান সীমান্তবর্তী কোনও গ্রামে আশ্রয় নিয়েছে, এমন সম্ভাবনা রয়েছে৷ সেই কারণেই রাজ্যের গোয়েন্দাদের পাশাপাশি বিএসএফ-এর গোয়েন্দারাও সীমান্তবর্তী গ্রামগুলিতে নজরদারি বাড়িয়েছে৷
বিএসএফ জানিয়েছে, স্বাধীনতা দিবসের আগে কিংবা পরে কোনও নাশকতা যাতে না হয় তা নিশ্চিত করতে এদিন থেকেই পুরো সীমান্ত জুড়ে যৌথ তল্লাশি শুরু করেছে বিএসএফ ও বিজিবি৷ দুই দেশের নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে৷ স্যাটেলাইটের মাধ্যমে নজর রাখা হচ্ছে৷ জঙ্গি সংক্রান্ত যে কোনও তথ্য পেলেই দুই দেশের মধ্যে তা নিয়ে দুই দেশের আদান-প্রদান চলছে৷ এদিন দুই দেশের বাহিনীর মধ্যে সম্পর্ক আরও গাঢ় করতে পেট্রাপোল সীমান্তে বিএসএফ-বিজিবি-র রাখিবন্ধন উৎসব হয়৷ গান গেয়ে শোনান দুই দেশের শিল্পীরা৷ তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ভারতের শিল্পা রাও ও বাংলাদেশের মাহেরিন৷
The post বিএসএফকে জঙ্গি তালিকা দিল বাংলাদেশ appeared first on Sangbad Pratidin.