shono
Advertisement

বিয়ের কার্ডেও স্বচ্ছ ভারতের লোগো, যুবককে চমকপ্রদ উপহার মোদির

প্রধানমন্ত্রীর স্বপ্নকে এতবড় জায়গা দেওয়ার জন্য চমকপ্রদ উপহার পেলেন ওই যুবক৷ The post বিয়ের কার্ডেও স্বচ্ছ ভারতের লোগো, যুবককে চমকপ্রদ উপহার মোদির appeared first on Sangbad Pratidin.
Posted: 12:47 PM Apr 03, 2017Updated: 04:34 PM Dec 20, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৪ সালের ২ অক্টোবর গান্ধী জন্মজয়ন্তীতে শুরু করেছিলেন স্বচ্ছ ভারত অভিযান৷ তারপর থেকে যেখানে সুযোগ পেয়েছেন সেখানেই এই প্রকল্পের হয়ে সওয়াল করেছেন৷ কখনও নিজেই হাতে ঝাড়ু ধরেছেন৷ কখনও দলের নেতা বা প্রশাসনের আধিকারিকদের বলেছেন দেশকে স্বচ্ছ রাখার কাজে হাত লাগাতে৷ জনগণের কাছেও একই অনুরোধ করেছেন বারবার৷ সে অনুরোধে যে এভাবে সাড়া পড়বে কে জানত!

Advertisement

সম্প্রতি নজিরবিহীন কাজ করল বেঙ্গালুরুর এক পরিবার৷ আকাশ জৈন নামে এক যুবক সম্প্রতি একটি টুইট করেন৷ সেখানে তিনি জানান, তাঁর বোনের বিয়ের কার্ডে রাখা হয়েছে স্বচ্ছ ভারতের লোগো৷ সে টুইটে তিনি মেনশন করেন প্রধানমন্ত্রীকেও৷

এরপরই চমকের পালা৷ স্বচ্ছ ভারতের লোগো তথা প্রধানমন্ত্রীর স্বপ্নকে এতবড় জায়গা দেওয়ার জন্য চমকপ্রদ উপহার পেলেন ওই যুবক৷ আর তা এল খোদ মোদির থেকেই৷ প্রধানমন্ত্রী টুইটার হ্যান্ডেলে যুবকটির টুইটটি পিনড করা থাকে৷ শুধু সেখানেই শেষ নয়৷ এই যুবককে টুইটারে ফলো করতেও শুরু করেন মোদি৷

পুরো ঘটনায় আপ্লুত ওই যুবক৷ স্বয়ং প্রধানমন্ত্রী টুইটারে তাঁকে ফলো করবেন, এ তাঁর কল্পনাতীত৷ সেইসঙ্গে তিনি জানিয়েছেন তাঁর বাবাও প্রধানমন্ত্রীর বড় ভক্ত৷ প্রধানমন্ত্রীর কাজ-আদর্শ তাঁকে বরাবর অনুপ্রাণিত করে৷ প্রচারের স্তর ছাপিয়ে প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারতের অভিযান যে জনজীবনেও গভীর প্রভাব ফেলেছে, এ ঘটনাই যেন তা প্রমাণ করে৷

The post বিয়ের কার্ডেও স্বচ্ছ ভারতের লোগো, যুবককে চমকপ্রদ উপহার মোদির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement