shono
Advertisement

ট্রেন নয়, রেললাইন ধরে ছুটছে বাইসাইকেল! অভিনব যান তৈরি ইঞ্জিনিয়ারের

রেলের ট্র্যাকম্যানরা এই সাইকেল চালিয়ে কাজ করতে পারবেন। The post ট্রেন নয়, রেললাইন ধরে ছুটছে বাইসাইকেল! অভিনব যান তৈরি ইঞ্জিনিয়ারের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:46 AM Jul 30, 2020Updated: 05:34 PM Jul 30, 2020

সুব্রত বিশ্বাস: এবার রেললাইনের উপর দিয়ে ট্রেনের বদলে চলছে বাইসাইকেল (Bicycle)। সাধারণ যাত্রীদের জন্য এই ব্যবস্থা নয়। লাইনের উপর দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছেন ট্রাকম্যানরা। আজমেড়ের এক রেলের সহকারী ইঞ্জিনিয়ার অতি সহজ পদ্ধতিতে তৈরি করেছেন এই অভিনব দু-চাকার যান। সাধারণ বাইসাইকেলে কিছু ধাতব রড জুড়ে তাকে লাইনের উপর দিয়ে চলার যোগ্য করে তোলা হয়েছে। লকডাউনে চলাচল বন্ধ, তবে এই সাইকেল চালিয়ে তরতরিয়ে রেললাইনের উপর দিয়ে চলে যাওয়া যাবে অনেকটা রাস্তা।

Advertisement

বাইসাইকেলের সামনের চাকায় ভারসাম্যের জন্য দুটি রড সামনে এগিয়ে দিয়ে একটি ছোট ধাতব চাকায় যুক্ত হয়েছে। যা লাইনের উপর সাইকেলকে বসিয়ে রাখার উপযুক্ত করেছে। সামনের ও পিছনের চাকার সঙ্গে যুক্ত দুটি রড পাশের লাইন বরাবর গিয়ে যুক্ত হয়েছে একটি ধাতব চাকার উপর। যা সাইকেলকে ভারসাম্য রেখে এগিয়ে যেতে সাহায্য করবে। অভিনব এই বাই সাইকেলে চড়ে লাইনের উপর দিয়ে দৌড়তে শুরু করেছেন ট্রাকম্যানরা। বিশেষত বর্ষাকালে লাইনে ফাটল ধরলে, নদীর জল বিপদসীমায় উঠে এলে তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছে বিপদ সংকেত দিতে এই যান খুবই কার্যকরী। আপদকালীন পরিস্থিতিতে এই সাইকেল বহু কাজ দেবে বলে মনে করেছেন রেলের ইঞ্জিনিয়াররা।

[আরও পড়ুন: লকডাউনে কর্মহীন ১০ হাজার শিক্ষককে মালি-রাঁধুনির কাজ দিতে চায় ত্রিপুরা সরকার]

রেল সূত্রে জানা গিয়েছে, ঘণ্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে চলতে পারবে এই বাইসাইকেল। সর্বোচ্চ ওজন ২০ কেজির কাছাকাছি। খরচ পড়বে ৫ হাজার টাকারও কম। রেল ট্র্যাক ইনস্পেকশনের জন্য এখনও ট্রলি ব্যবহার করা হয় বহু জায়গায়। সেই ট্রলি ঠেলতে দু’জন লোক লাগে। এবার তা লাগবে না। কারণ, নতুন তৈরি সাইকেলে দু’জন অনায়াসে চড়তে পারবেন। ঠিক যেভাবে সাইকেলে ডবল ক্যারি (Double Carry) করা হয়।

[আরও পড়ুন: রাম মন্দিরের ভূমিপুজোর তোড়জোড়ের মাঝেই অযোধ্যায় শুরু মসজিদ নির্মাণের প্রস্তুতি]

করোনা পরিস্থিতিতে এই সাইকেল খুব জরুরি বলে মনে করা হচ্ছে। কারণ, বহু জায়গায় ট্রেন চলছে না। অথচ লাইনে নানা কাজ হচ্ছে। রেলের ওয়ার্কশপগুলিতে সাইকেলে এই রড লাগানোর কাজ শুরু হয়েছে। তাই এবার চতুর্থ শ্রেণীর পদের জন্য আবেদনকারী প্রার্থীদের সাইকেল চালাতে জানতে হবে। পাশাপাশি রেলকে লক্ষ্য রাখতে হবে, রেলকর্মী ছাড়া সাধারণ মানুষ যেন এই সুযোগ নিয়ে রেললাইনে সাইকেল তুলে না দেন। নতুন সাইকেলটি ব্যবহার শুরুর পর আপাতত সেটাই আশঙ্কা রেলকর্তাদের।

The post ট্রেন নয়, রেললাইন ধরে ছুটছে বাইসাইকেল! অভিনব যান তৈরি ইঞ্জিনিয়ারের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার