shono
Advertisement

হাসপাতালেই হামাসের ঘাঁটি! ‘গাজার মানুষকে বাঁচান’ ইজরায়েলকে বার্তা বাইডেনের

গাজায় ঢুকে হামাস ঘাঁটি গুঁড়িয়ে দিতে শুরু করেছে ইজরায়েল।
Posted: 02:25 PM Oct 30, 2023Updated: 02:25 PM Oct 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাজার (Gaza) সাধারণ মানুষকে রক্ষা করার দায়িত্ব ইজরায়েলেরই (Israel)। আত্মরক্ষা করতে হলেও আমজনতাকে বাঁচিয়েই সেই পদক্ষেপ করা দরকার। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করে এই কথা বলেন মার্কিন (USA) প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। রবিবার দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কথা হয়েছে। এদিনই একটি ভিডিও প্রকাশ করে ইজরায়েল দাবি করে গাজার শিফা হাসপাতালে ঘাঁটি তৈরি করেছে হামাস (Hamas)।

Advertisement

গাজায় ব্যাপক বিমানহানার পাশাপাশি ভূখণ্ডে ঢুকেও অভিযান চালাচ্ছে ইজরায়েলি সেনা। ইতিমধ্যেই সেখানে আট হাজার মানুষের মৃত্যুর খবর মিলেছে। গোটা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। গাজাকে মানবিক সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন ঋষি সুনাক, ইমানুয়েল ম্যাক্রোঁর মতো একাধিক দেশের প্রধানরা। গাজায় খাবার, ওষুধের মতো নানা সামগ্রীও পাঠাতে শুরু করেছে ভারত-সহ বেশ কিছু দেশ। 

[আরও পড়ুন: ‘সর্বোচ্চ গুরুত্ব’, কাতারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাক্তন ভারতীয় সেনাদের পরিবারকে আশ্বাস বিদেশমন্ত্রীর]

এহেন পরিস্থিতিতে বন্ধুরাষ্ট্র ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই বাইডেন সাফ বলেন, গাজার সাধারণ মানুষকে রক্ষা করতে হবে। সেই দায়িত্ব নিতে হবে ইজরায়েলকেই। হামাসের হামলার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ইজরায়েলের অবশ্যই আছে। কিন্তু মানবাধিকার রক্ষা নিয়ে আন্তর্জাতিক নিয়ম মেনেই সেই পদক্ষেপ করতে হবে।

বিশেষজ্ঞদের মতে, হাসপাতালে হামাস ঘাঁটি তৈরির খবর প্রকাশ্যে আসার পরেই মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। কারণ এই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন বহু সাধারণ মানুষ। তাই হামাস ঘাঁটি ভেবে ইজরায়েল সেখানে হামলা চালালে মানবাধিকার নিয়ে প্রশ্ন উঠবে। তাই মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভ্যান সাফ জানিয়েছেন, ইজরায়েলের উচিত আগে থেকেই গাজার হামাস জঙ্গিদের থেকে সাধারণ মানুষকে আলাদা করে ফেলা।

[আরও পড়ুন: আলোর রোশনাইয়ে ফুটে উঠল সেরা ফিল্ডারের নাম, কার গলায় ‘সোনার’ মেডেল?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement