shono
Advertisement

‘বিশ্বকে ফের নেতৃত্ব দিতে ফিরে এসেছে আমেরিকা’, বলছেন আত্মবিশ্বাসী জো বিডেন

ডোনাল্ড ট্রাম্পের জন্য দেশের যে সম্মান নষ্ট হয়েছে তা পুনরুদ্ধার করবেন বলেও উল্লেখ করে তিনি।
Posted: 09:16 AM Nov 26, 2020Updated: 09:16 AM Nov 26, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু আমেরিকান নয়, গোটা বিশ্বের স্বার্থ দেখতেই ফের ফিরে এসেছে আমেরিকা। নিজের রাজ্য ডেলাওয়্যারের উইলমিংটনে বক্তব্য রাখতে এই মন্তব্য করলেন আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট পদে নির্বাচিত জো বিডেন (Joe Biden)।

Advertisement

আমেরিকার স্থানীয় সময় মঙ্গলবার নিজের রাজ্যে সভা করতে গিয়ে তাঁর মন্ত্রিসভায় নির্বাচিত প্রথম ৬ জন সদস্যকে পাশে নিয়ে বক্তব্য রাখছিলেন বিডেন। ওই ৬ জন সদস্যই বারাক ওবামা (Barack Obama)’র প্রশাসনে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তাঁদের দক্ষতা ও পরিকল্পনার সাহায্যে আমেরিকা ফের নিজের পুরনো গৌরব ফিরে পাবে বলে উল্লেখ করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘এই দল প্রমাণ করছে যে আমেরিকা (America) ফের ফিরে এসেছে। বিশ্বকে নেতৃত্ব দিতে তৈরি রয়েছে। এই দায়িত্ব থেকে কখনই মুখ ফেরাবে না। ফের একবার প্রধানের আসনে বসে আমরা আমাদের পরামর্শদাতাদের সঙ্গে আলোচনা করব এবং কোনওভাবেই আমাদের বন্ধুদের প্রত্যাখান করব না। আমাদের আদর্শ ও নীতির প্রতি একনিষ্ঠ থাকব।’

[আরও পড়ুন: ‘আর সংঘাত নয়’, অবশেষে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন বার্তা জিনপিংয়ের]

অনেক টালবাহানার পর সোমবারই জো বিডেনের হাতে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। যদিও এখনও পর্যন্ত নিজের হার স্বীকার করেননি তিনি। কিন্তু, তার মধ্যেই জো বিডেন যে ট্রাম্পের ‘আমেরিকাই প্রথম নীতি (America first)’কে আর বয়ে নিয়ে চলতে রাজি নয় তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন। বন্ধুদের সঙ্গে কাজ করলেই আমেরিকা যে সবথেকে শক্তিশালী থাকবে তাও মনে করিয়ে দিয়েছেন তিনি। এপ্রসঙ্গে বলেন, ‘আমরা মন থেকে বিশ্বাস করে আমেরিকা যখন তার বন্ধুদের নিয়ে একসঙ্গে কাজ করে তখনই সবচেয়ে শক্তিশালী থাকে। তাই আগামিদিনে তাদের সঙ্গে নিয়ে পথ চলব আমরা। নিজেদের পাশাপাশি তাদের স্বার্থরক্ষার জন্যও লড়াই করব।’

[আরও পড়ুন: নজরে আরব দুনিয়া, বাহরাইনের বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনা জয়শংকরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement