সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত দুবছর ধরে রাশিয়ার সঙ্গে লড়াই করছে ইউক্রেন। এই রক্তক্ষয়ী সংঘাতে পালটা মার দিয়ে মস্কোর উপর চাপ বাড়িয়েছিল কিয়েভ। কিন্তু গত কয়েক মাসে ইউক্রেনজুড়ে আক্রমণের ধার বাড়িয়েছে রুশ ফৌজ। যার মোকাবিলা করতে বেশ বেগ পেতে হচ্ছে ইউক্রেনীয় ফৌজকে। এই পরিস্থিতিতে শান্তি ফেরাতে সুইজারল্যান্ডে আয়োজিত হচ্ছে 'ইউক্রেন পিস সামিট'। কিন্তু সেখানে যাচ্ছেন না কিয়েভের 'বন্ধু' মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
২০২২ সালে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই থেকেই কিয়েভের পাশে রয়েছে আমেরিকা। ক্রমাগত অত্যাধুনিক যুদ্ধাস্ত্র দিয়ে 'বন্ধু'কে সাহায্য করছে ওয়াশিংটন। তাই ইউক্রেনের এই শান্তি বৈঠকে কূটনৈতিক মহলের নজর ছিল বাইডেনের উপর। এখান থেকে রাশিয়াকে তিনি কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে ছিলেন সকলে। কিন্তু এএনআই সূত্রে খবর, এই সামিটে যোগ দিচ্ছেন না বাইডেন। তাঁর বদলে সুইজারল্যান্ড যাবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। কিন্তু প্রশ্ন উঠছে বাইডেনের অনুপস্থিতি নিয়ে।
[আরও পড়ুন: ফের গাজা থেকে উদ্ধার ৪ পণবন্দির দেহ! হামাসের কবলে এখনও বহু, প্রবল চাপে নেতানিয়াহু]
চলতি বছরের নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। এইবারেও সকলকে পিছনে ফেলে ডেমোক্রেট প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বাইডেন। হোয়াইট হাউস সূত্রে খবর, সেই নির্বাচনী প্রচারের জন্যই সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট। জানা গিয়েছে, এই শান্তি বৈঠকে ইউক্রেনের জন্য বিভিন্ন দেশের সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করা হবে। কীভাবে দুদেশের মধ্যে সংঘাত কমিয়ে শান্তি ফেরানো যায় সেই পথও খুঁজে বের করা।
উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে খারকভ দখল করে নিয়েছিল রাশিয়া। কিন্তু রণক্ষেত্রে পালটা মার দিয়ে গুরুত্বপূর্ণ এই শহর পুনরুদ্ধার করে নিয়েছিল ইউক্রেনীয় ফৌজ। তবে এবার হারানো জমি ফের দখল করতে খারকভে হামলা বাড়িয়ে দিয়েছে রুশবাহিনী। এই পরিস্থিতিতে প্রবল চাপের মুখে সীমান্তের বেশ কিছু গ্রাম থেকে সেনা সরিয়ে নিচ্ছে ইউক্রেন। এই কঠিন পরিস্থিতিতে ‘বন্ধু’দেশের জন্য ফের বড় অঙ্কের সামরিক প্যাকেজ ঘোষণা করেছে আমেরিকা।