shono
Advertisement

কয়লা খনির গ্রাসে জঙ্গল! আগ্রাসনের বিরুদ্ধে অসম যুদ্ধে জার্মানির ত্রিমূর্তি

পশ্চিম জার্মানির এমবেখার জঙ্গল লাগোয়া খনি থেকেই বিদ্যুতের চাহিদা মেটে৷ The post কয়লা খনির গ্রাসে জঙ্গল! আগ্রাসনের বিরুদ্ধে অসম যুদ্ধে জার্মানির ত্রিমূর্তি appeared first on Sangbad Pratidin.
Posted: 05:49 PM Jul 13, 2019Updated: 05:49 PM Jul 13, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাগরিক সমাজে বিদ্যুতের চাহিদা মেটাতে হবে৷ তার জন্য কয়লা জোগান দিতে হবে৷ তাই ক্রমশ ছোট হচ্ছে সবুজ জঙ্গল, বাড়ছে কয়লাখনির বহর৷ পশ্চিম জার্মানির সেই বৃহদাকার এমবেখার জঙ্গলকে বাঁচাতে তাই যুদ্ধে নেমেছে ত্রিমূর্তি – মোনা, ওমো, জিম৷ এঁরা প্রত্যেকেই পরিবেশ কর্মী৷

Advertisement

[আরও পড়ুন: হিংসা নয়, শান্তির বার্তা দিয়ে বন্দুক ছাড়ল ক্রাইস্টচার্চ]

পশ্চিম জার্মানির নেদারল্যান্ডস সীমান্তের কাছে কোলোন শহর থেকে কিছুটা দূরে এই এমবেখার জঙ্গল৷ ঘন সবুজের অনেকটাই এখন ঢেকে গিয়েছে ধূসর, কালোয়৷ জঙ্গল কেটে সেখানে কয়লা উত্তোলনের জন্য খনি তৈরি হচ্ছে৷ যত দিন যাচ্ছে, ততই জঙ্গলের ভাগ কমছে, বাড়ছে খনি অঞ্চলের আয়তন৷ কারণ, জার্মানির এক তৃতীয়াংশ বিদ্যুতের জোগান দেয় এই কয়লা৷ তাই তার চাহিদা যত বাড়ছে, ততই খননকাজও বেড়েছে৷ আর তা আটকাতেই নিজেদের জীবনপাত করে চলেছেন মোনা, ওমো, জিম৷ রোজ সকালে ভারী বুট, গায়ে জংলাছাপ পোশাক, জ্যাকেট, মুখ-মাথা টুপিতে ঢেকে জঙ্গলের প্রবেশদ্বারে বসে পাহারা দেন ত্রিমূর্তি৷ তিনজনই জঙ্গলের মধ্যে ‘হাম্বি’ অর্থাৎ ট্রি হাউস তৈরি করে থাকেন৷ জিমের কথায়, ‘আমরা পুঁজিবাদে বিরুদ্ধে লড়ছি৷ আমাদের লড়াই তাদের বিরুদ্ধেই, যারা শুধুমাত্র নিজেদের ব্যবসা বাড়াতে পরিবেশের ক্ষতি করছে৷’

জার্মানিতে মূলত লিগনাইট বা ব্রাউন কয়লার চাহিদা সর্বোচ্চ৷ যা পুড়িয়ে বিদ্যুৎ তৈরির পদ্ধতিতে প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড নির্গত হয়৷ পরিবেশবিদদের মতে, এই বাড়তি বিদ্যুতের চাহিদাই জার্মানিকে দূষণের পথে এগিয়ে দিচ্ছে৷ আর বনরক্ষীরা জানাচ্ছেন, এমবেখার জঙ্গলে আগে প্রচুর ট্রি হাউস ছিল৷ এখন কয়লাখনির দাপটে তা মাত্র ১০ শতাংশে এসে ঠেকেছে৷ একেবারে প্রাকৃতিকভাবে তৈরি ট্রি হাউস জঙ্গলের এক বৈচিত্র্য৷ কিন্তু ধীরে ধীরে তা হারিয়ে যাচ্ছে৷ আর জিমদের চ্যালেঞ্জ সেই ট্রি হাউস বাঁচিয়ে রাখা৷ তাই ঠাঠা রোদ হোক কিংবা তুমুল শীতের কামড় সহ্য করে নিজেদের লড়াই চালিয়ে যাচ্ছে কুড়ির কোঠা পেরনো যুবকরা৷

[আরও পড়ুন: নিশানায় পশ্চিমবঙ্গ, জঙ্গিদের জন্য বাংলায় ‘আচরণবিধি’ প্রকাশ আল কায়দার]

জিমদের এই লড়াই দেশের সীমান্ত পেরিয়ে অনুপ্রাণিত করেছে আরও অনেককেই৷ কেউ নেদারল্যান্ডসে থকে, কেউ বা সুদূর কেনিয়া থেকে চলে এসেছে এমবেখার জঙ্গলে৷ সঙ্গে পরিবেশ বাঁচাও স্লোগান৷ জার্মানির মাটিতে একযোগে এখন সুর চড়ছে, দূষণ কমাও, জঙ্গল বাঁচাও, ট্রি হাউস বাঁচিয়ে রাখো৷   

The post কয়লা খনির গ্রাসে জঙ্গল! আগ্রাসনের বিরুদ্ধে অসম যুদ্ধে জার্মানির ত্রিমূর্তি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement