সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাগরিক সমাজে বিদ্যুতের চাহিদা মেটাতে হবে৷ তার জন্য কয়লা জোগান দিতে হবে৷ তাই ক্রমশ ছোট হচ্ছে সবুজ জঙ্গল, বাড়ছে কয়লাখনির বহর৷ পশ্চিম জার্মানির সেই বৃহদাকার এমবেখার জঙ্গলকে বাঁচাতে তাই যুদ্ধে নেমেছে ত্রিমূর্তি – মোনা, ওমো, জিম৷ এঁরা প্রত্যেকেই পরিবেশ কর্মী৷
[আরও পড়ুন: হিংসা নয়, শান্তির বার্তা দিয়ে বন্দুক ছাড়ল ক্রাইস্টচার্চ]
পশ্চিম জার্মানির নেদারল্যান্ডস সীমান্তের কাছে কোলোন শহর থেকে কিছুটা দূরে এই এমবেখার জঙ্গল৷ ঘন সবুজের অনেকটাই এখন ঢেকে গিয়েছে ধূসর, কালোয়৷ জঙ্গল কেটে সেখানে কয়লা উত্তোলনের জন্য খনি তৈরি হচ্ছে৷ যত দিন যাচ্ছে, ততই জঙ্গলের ভাগ কমছে, বাড়ছে খনি অঞ্চলের আয়তন৷ কারণ, জার্মানির এক তৃতীয়াংশ বিদ্যুতের জোগান দেয় এই কয়লা৷ তাই তার চাহিদা যত বাড়ছে, ততই খননকাজও বেড়েছে৷ আর তা আটকাতেই নিজেদের জীবনপাত করে চলেছেন মোনা, ওমো, জিম৷ রোজ সকালে ভারী বুট, গায়ে জংলাছাপ পোশাক, জ্যাকেট, মুখ-মাথা টুপিতে ঢেকে জঙ্গলের প্রবেশদ্বারে বসে পাহারা দেন ত্রিমূর্তি৷ তিনজনই জঙ্গলের মধ্যে ‘হাম্বি’ অর্থাৎ ট্রি হাউস তৈরি করে থাকেন৷ জিমের কথায়, ‘আমরা পুঁজিবাদে বিরুদ্ধে লড়ছি৷ আমাদের লড়াই তাদের বিরুদ্ধেই, যারা শুধুমাত্র নিজেদের ব্যবসা বাড়াতে পরিবেশের ক্ষতি করছে৷’
জার্মানিতে মূলত লিগনাইট বা ব্রাউন কয়লার চাহিদা সর্বোচ্চ৷ যা পুড়িয়ে বিদ্যুৎ তৈরির পদ্ধতিতে প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড নির্গত হয়৷ পরিবেশবিদদের মতে, এই বাড়তি বিদ্যুতের চাহিদাই জার্মানিকে দূষণের পথে এগিয়ে দিচ্ছে৷ আর বনরক্ষীরা জানাচ্ছেন, এমবেখার জঙ্গলে আগে প্রচুর ট্রি হাউস ছিল৷ এখন কয়লাখনির দাপটে তা মাত্র ১০ শতাংশে এসে ঠেকেছে৷ একেবারে প্রাকৃতিকভাবে তৈরি ট্রি হাউস জঙ্গলের এক বৈচিত্র্য৷ কিন্তু ধীরে ধীরে তা হারিয়ে যাচ্ছে৷ আর জিমদের চ্যালেঞ্জ সেই ট্রি হাউস বাঁচিয়ে রাখা৷ তাই ঠাঠা রোদ হোক কিংবা তুমুল শীতের কামড় সহ্য করে নিজেদের লড়াই চালিয়ে যাচ্ছে কুড়ির কোঠা পেরনো যুবকরা৷
[আরও পড়ুন: নিশানায় পশ্চিমবঙ্গ, জঙ্গিদের জন্য বাংলায় ‘আচরণবিধি’ প্রকাশ আল কায়দার]
জিমদের এই লড়াই দেশের সীমান্ত পেরিয়ে অনুপ্রাণিত করেছে আরও অনেককেই৷ কেউ নেদারল্যান্ডসে থকে, কেউ বা সুদূর কেনিয়া থেকে চলে এসেছে এমবেখার জঙ্গলে৷ সঙ্গে পরিবেশ বাঁচাও স্লোগান৷ জার্মানির মাটিতে একযোগে এখন সুর চড়ছে, দূষণ কমাও, জঙ্গল বাঁচাও, ট্রি হাউস বাঁচিয়ে রাখো৷
The post কয়লা খনির গ্রাসে জঙ্গল! আগ্রাসনের বিরুদ্ধে অসম যুদ্ধে জার্মানির ত্রিমূর্তি appeared first on Sangbad Pratidin.