সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলীপ ট্রফির (Duleep Trophy)ফাইনালের দ্বিতীয় দিনের শেষে পশ্চিমাঞ্চল করেছে সাত উইকেটে ১২৯ রান। মন্দ আলোর জন্য নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ হয়ে যায়। দক্ষিণাঞ্চলের বোলাররা দাপট দেখান। দ্বিতীয় দিনের শেষে দক্ষিণাঞ্চল এখনও এগিয়ে ৮৪ রানে।
সাত উইকেটে ১৮২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণাঞ্চল। এদিন মাত্র ৩১ রানে তিন উইকেট হারানোয় দক্ষিণাঞ্চলের ইনিংস শেষ হয় ২১৩ রানে। ওয়াশিংটন সুন্দর ২২ রানে অপরাজিত থেকে যান। দক্ষিণাঞ্চলের হয়ে হনুমা বিহারী সর্বোচ্চ ৬৩ রান করেন। বিহারীর সঙ্গে তিলক ভার্মা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। তিলক ৮৭ বলে ৪০ রান করেন।
[আরও পড়ুন: টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত, শেষ ম্যাচে সান্ত্বনা জয় বাংলাদেশের]
শুরুটা বেশ ভাল করে পশ্চিমাঞ্চল। প্রথম উইকেটে পৃথ্বী শ ও অধিনায়ক প্রিয়াঙ্ক পাঞ্চাল ২৭ রান জোড়েন। ভি কৌশিক ফেরান পাঞ্চালকে (১১)। হার্ভিক দেশাই ও পৃথ্বী শ দ্বিতীয় উইকেটে ৭০ রান জোড়েন। এর পরই ধস নামে। দক্ষিণাঞ্চল বোলারদের মধ্যে কাভিরাপ্পা ৪৪ রান দিয়ে ৪টি উইকেট নেন। পশ্চিমাঞ্চলের ইনিংস ভাঙেন কাভিরাপ্পা। সূর্যকুমার যাদব (৮), চেতেশ্বর পূজারা (৯) ও সরফরাজ খান (০) রান পাননি।
উত্তরাঞ্চলের বিরুদ্ধে সেমিফাইনালে সেঞ্চুরি পেয়েছিলেন পূজারা। আত্মবিশ্বাস নিয়ে ফাইনাল খেলতে নেমেছিলেন তিনি। কিন্তু ফাইনালে রানই পাননি তিনি। সরফরাজ খানকে নিয়ে জোর আলোচনা। তিনিও ব্যর্থ হন। খাতা না খুলেই ফিরতে হয় তাঁকে। ৯৭ রানে ২ উইকেট থেকে পশ্চিমাঞ্চল দ্রুত উইকেট হারায়। দিনের শেষে পশ্চিমাঞ্চলের রান ৭ উইকেটে ১২৯।