shono
Advertisement

Breaking News

অসমের পর বিহার, সরকারি কর্মীদের জন্য কেন্দ্রীয় হারে DA ঘোষণা করল নীতীশের রাজ্য

মহার্ঘ ভাতার দাবিতে দিল্লিতে ধরনায় বসেছেন বাংলার সরকারি কর্মচারীরা।
Posted: 11:36 AM Apr 11, 2023Updated: 11:36 AM Apr 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমের (Assam) পর এবার বিহার (Bihar)। ফের কেন্দ্রের সমহারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার ঘোষণা করল আরেকটি রাজ্য। সোমবার বিহারের ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ ডিএ বাড়ানো হবে। প্রসঙ্গত, ডিএ বাড়ানোর দাবিতে সোমবার থেকে দিল্লির যন্তরে মন্তরে ধরনায় বসেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা। তার মধ্যেই বিহারে নতুন করে মহার্ঘ ভাতা বাড়ানো হল।

Advertisement

সোমবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) নেতৃত্বে বিশেষ বৈঠকে বসে বিহারের ক্যাবিনেট। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বাড়ানো হবে। চার শতাংশ ডিএ বাড়ার ফলে এখন কেন্দ্র সরকারের সমান হারে মহার্ঘ ভাতা পাবেন বিহারের কর্মচারীরা। ৩৮ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশ ডিএ পাবেন তাঁরা। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকেই কার্যকর হবে নয়া মহার্ঘ ভাতা। 

[আরও পড়ুন: ‘ভারতে মুসলিমরা সুরক্ষিত, পাকিস্তানে নয়’, আমেরিকায় বসে দাবি নির্মলা সীতারমণের]

প্রসঙ্গত, এপ্রিল মাসের শুরুতেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছিলেন, “আমাদের সরকার কর্মচারীদের প্রতি যত্নশীল। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, রাজ্যের বেতনভোগী এবং পেনশনভোগীদের এখন থেকে অতিরিক্ত ৪ শতাংশ ডিএ দেওয়া হবে। ২০২৩ সালের ১ জানুয়ারির হিসাবে তাঁরা এই নতুন হারে ডিএ পাবেন।” এই ঘোষণার পরেই বাংলাকে বিঁধেছিলেন বিজেপি নেতৃত্ব।

অন্যদিকে, মহার্ঘ ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা। প্রায় সাড়ে পাঁচশো রাজ্য সরকারী কর্মচারী দিল্লি গিয়েছেন। সোমবার থেকে শুরু করে দুদিন যন্তরমন্তরে চলবে তাঁদের ধরনা। আন্দোলনকারীদের দাবি, ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের দপ্তর থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বলা হয়েছে, প্রাথমিকভাবে দু’জনই দেখা করতে রাজি। তবে কবে ও কখন হবে সেই সাক্ষাত, তা এখনও স্পষ্ট নয়। 

[আরও পড়ুন: ‘প্রথম দেখাতেই প্রেমে পড়েছি’, ভাইরাল ভিডিওয় শিখর ধাওয়ানের বিয়ে ঘিরে জল্পনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement