shono
Advertisement

বাস্তবের ‘বব বিশ্বাস’, বাড়ির দরজা খুলতেই বিহারের সাংবাদিককে গুলি দুষ্কৃতীদের

নিজের ভাইয়ের খুনে মূল সাক্ষী ছিলেন এই সাংবাদিক।
Posted: 02:15 PM Aug 18, 2023Updated: 02:15 PM Aug 18, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক যেন বাস্তবের বব বিশ্বাস। একেবারে ফিল্মি কায়দায় নিজের বাড়িতেই খুন হলেন বিহারের (Bihar) এক সাংবাদিক। জানা গিয়েছে, চার দুষ্কৃতী আচমকাই পৌঁছয় বিমল যাদব নামে ওই সাংবাদিকের বাড়িতে। তাঁকে ডেকে এনে এলোপাথাড়ি গুলি চালিয়েই চম্পট দেয় তারা। নিজের বাড়িতেই বিমলের মৃত্যু হয়। এই ঘটনা ঘিরে উত্তাল হয়ে উঠেছে বিহারের রাজনৈতিক মহল। আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে নীতীশ কুমারের (Nitish Kumar) সরকারকে ব্যর্থ বলে তোপ দেগেছেন চিরাগ পাসওয়ান (Chirag Paswan)।

Advertisement

ঘটনার সূত্রপাত শুক্রবার ভোরবেলা। বিহারের আরাসিয়া এলাকার বাসিন্দা ছিলেন সাংবাদিক বিমল যাদব। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোড় সাড়ে চারটে নাগাদ বিমল যাদবের বাড়িতে আসে চার দুষ্কৃতী। দৈনিক জাগরণের সাংবাদিক বিমলকে ডেকে বাড়ি থেকে বেরতে বলে তারা। দরজা দিয়ে বেরতেই শুরু হয় গুলি বৃষ্টি। এলোপাথাড়ি গুলি এসে লাগে বিমলের বুকে। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় ওই সাংবাদিকের। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

[আরও পড়ুন: যাদবপুরে ছাত্রমৃত্যু: ‘পরনে গামছা, রক্তাক্ত অবস্থায় নিয়ে এসেছিল,’ বিস্ফোরক সেই ট্যাক্সি চালক]

এই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বিহারের রাজনৈতিক মহল। বিহারের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে সরকারকে একহাত নেন চিরাগ পাসওয়ান। তবে গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি বলেন, “এটা খুবই দুঃখজনক ঘটনা। ইতিমধ্যেই আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা যেন ঘটনাস্থলে গিয়ে যথাযথ ভূমিকা নেন।”

জানা গিয়েছে, ২০১৯ সালে খুন করা হয় সাংবাদিকের ভাইকে। সেই ঘটনার অন্যতম প্রধান সাক্ষী ছিলেন বিমল যাদব। পুলিশের তরফে বলা হয়েছে, আপাতত দু’জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ঘটনাস্থলেও তদন্ত চলছে। তবে এখনও দোষীদের কাউকে আটক করা যায়নি। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

[আরও পড়ুন: ‘প্রস্রাবই আটকে গেল!’ ট্রেনের টয়লেট দেখে চমকে উঠলেন স্বস্তিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement