shono
Advertisement

বিশেষজ্ঞদের পরীক্ষায় ডাহা ফেল, গ্রেফতার বিহারের ‘টপার’

বিহারের ‘টপার’ রুবি রাইকে গ্রেফতার করতে দ্বিধা করল না পুলিশ৷ পরীক্ষায় নকল করার অভিযোগে গ্রেফতার করা হল তাকে৷ The post বিশেষজ্ঞদের পরীক্ষায় ডাহা ফেল, গ্রেফতার বিহারের ‘টপার’ appeared first on Sangbad Pratidin.
Posted: 01:49 AM Jun 26, 2016Updated: 08:19 PM Jun 25, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পলিটিক্যাল সায়েন্স বিষয়টি কী? ছাত্রীর জবাব এটি রান্নাবিষয়ক৷ যে ছাত্রী এই জবাব দিল, উচ্চ মাধ্যমিক সমতুল পরীক্ষায় সে ৫০০-র মধ্যে পেয়েছিল ৪৪৪৷ কিন্তু এহেন উত্তরের পর বিহারের ‘টপার’ রুবি রাইকে গ্রেফতার করতে দ্বিধা করল না পুলিশ৷ পরীক্ষায় নকল করার অভিযোগে গ্রেফতার করা হল তাকে৷

Advertisement

প্রতি বছরই বিহার বোর্ডের পরীক্ষায় ব্যাপক নকল করা অভিযোগ ওঠে৷ তবে এবার যেন তা মাত্রা ছাড়িয়েছিল৷ বিহার বোর্ডের এক টপার সংবাদমাধ্যমের সামনে সাক্ষাৎকার দিতে বসে অতি সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারেনি৷ আর এরপরই বোর্ড কর্তারা নড়েচড়ে বসেন৷ তথাকথিত টপারদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় বিহার স্কুল একজামিনেশন বোর্ড৷ তদন্তের জন্য এক বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়৷ তাঁদের প্রশ্নোত্তরের মুখে ডাহা ফেল করে রুবি রাই৷ প্রায় কোনও প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারেনি৷ এরপরই পরীক্ষায় নকল করার অভিযোগে গ্রেফতার করা হয় তাকে৷

বিহারে পরীক্ষায় দুর্নীতি নতুন কিছু নয়৷ তবে এবার তা রুখতে কড়া পদক্ষেপ নিয়েছিল নীতীশ কুমারের সরকার৷ নজরদারি ক্যামেরা থেকে শুরু করে ছাত্ররা পরীক্ষায় অসৎ উপায় নিলে ১০,০০০টাকা জরিমানা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছিল৷ তা সত্ত্বেও অবশ্য জালিয়াতি আটকানো যায়নি৷ তবে পরবর্তী তদন্তে ফাঁস হল টপারের কীর্ত৷

 

The post বিশেষজ্ঞদের পরীক্ষায় ডাহা ফেল, গ্রেফতার বিহারের ‘টপার’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement