সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমি বিবাদের জেরে বিহারে (Bihar) এক মহিলাকে নির্মম ভাবে খুন করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। ৪৫ বছর বয়সি ওই মহিলাকে কুপিয়ে খুন করা হয়েছে। খুবলে নেওয়া হয়েছে তাঁর চোখ। স্তনে এবং গোপনাঙ্গে ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয় বলেও অভিযোগ। এই ঘটনার জেরে রাস্তা আটকে বিক্ষোভ দেখান মহিলার পরিবার এবং স্থানীয়রা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত খুনির সন্ধান মেলেনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি বিহারের খাগাড়িয়া জেলার পাশরাহা গ্রামের। মৃত মহিলার নাম সুলেখা দেবী। ক্ষেতে কাজ করতে যাওয়ার সময় তাঁর উপর হামলা চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, জমি বিবাদেই নৃশংস ভাবে হত্যা করা হয়েছে মহিলাকে। উল্লেখ্য, ২০১৪ সালে সুলেখার স্বামী বাবলু সিংহ এবং দেওরকে গুলি করে হত্যা করা হয়। জোড়া খুনে অভিযুক্ত গত বছরই জামিনে মুক্তি পেয়েছেন। এর পর এই হত্যাকাণ্ড।
[আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে হিংসার অভিযোগ, খতিয়ে দেখতে দল পাঠাচ্ছে বিজেপি]
পুলিশ জানিয়েছে, খুনের আগেই সুলেখার চোখ উপড়ে নেওয়া হয়েছিল। স্তনে এবং গোপনাঙ্গে ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়েছিল। এর পর হত্যা করা হয় তাঁকে। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত খুনের সঠিক কারণ নিয়ে সন্দিহান তদন্তকারীরা। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলেই পুলিশ সূত্রে খবর। হত্যাকাণ্ডের খবর প্রকাশ্যে আসতেই তীব্র উত্তেজনা তৈরি হয় পাশরাহা গ্রামে। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা।