সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রীতি অনুযায়ী, বিবাহিত মহিলারাই দেবীবরণ করেন। তবে বহু বছর ধরেই এই নিয়মে ছেদ পড়েছে। বর্তমানে অবিবাহিতরাও ছক ভেঙে উমার বিদায়বেলায় বরণ করেন। এই প্রথমবার সেই পথে হাঁটলেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। অবিবাহিত হয়েও কেন উমাবরণ করে সিঁদুর খেললেন? 'দারুণ' কারণ ফাঁস করলেন অভিনেত্রী।
সংবাদমাধ্যমের কাছে স্বস্তিকা জানিয়েছেন, নারীশক্তির জয় সিঁদুরখেলার মাধ্যমেই উদযাপন করা হয়। লাল রং পবিত্র। তাই এই চিরাচরিত ধ্যানধারণা বাদ দেওয়া দরকার। ঈশ্বরের কাছে পৌঁছতে মানুষের তৈরি করা নিয়ম ভাঙতে আর কী! বিবাহিত হলেই শুধু বরণ করা যায়, একথায় বিশ্বাসী নন অভিনেত্রী। রবিবার দর্শনা বণিকের সঙ্গে সিঁদুর খেলতে দেখা যায় তাঁকে। পরনে লাল পাড় সাদা শাড়ি। হালকা মেকআপে যেন মোহময়ী দেখাচ্ছিল স্বস্তিকা দত্তকে। দেবীবরণের ছবি শেয়ার করে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, "বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা।"
স্বস্তিকার সংযোজন, এবার তাঁর ইচ্ছে ছিল বরণ করার। তাই করেছেন। অনেকেই এটাকে নিয়মবিরুদ্ধ বলতে পারেন। তবে নিয়ম মেনে কী কী করেন, সেটা সকলেই দেখতে পাচ্ছেন। এইবছর মায়ের থেকে বেশি শক্তির প্রয়োজন। যত বয়স হচ্ছে, সমাজের প্রতি দায়িত্ববোধ বাড়ছে। তাই মায়ের আশীর্বাদ দরকার। তাই অবিবাহিত হয়েও উমাবরণ করলেন তিনি। কেমন অনুভূতি প্রথমবার বরণ করে এবং সিঁদুর খেলে? স্বস্তিকার কথায়, "প্রথমে খানিক অদ্ভূত লাগলেও অসাধারণ। যেন গায়ে কাঁটা দিচ্ছিল। তবে মায়ের কাছে চাওয়ার অনেক কিছু থাকলেও নিজের জন্য কিছু চাইতে পারিনি।"