আলাপন সাহা: কুড়ি বছর আগের ঘটনা। যা ভারতীয় ক্রিকেটে আজীবন সোনালি অধ্যায় হয়ে থাকবে। দীর্ঘ উনিশ বছর পর পাকিস্তানের মাটিতে পা রেখেছিল ভারতীয় টিম। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নেতৃত্বে টিম ইন্ডিয়া পাকিস্তান উড়ে যাওয়ার এক ঘণ্টা আগে তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী পুরো টিমের সঙ্গে দেখা করে শুভেচ্ছাবার্তা দেন। একইসঙ্গে বাজপেয়ীর ক্রিকেটারদের উদ্দেশ্যে বলেছিলেন ‘খেল ভি জিতিয়ে, দিল ভি জিতিয়ে।’ অর্থাৎ মাঠে নেমে খেলায় জেতো। একইসঙ্গে মানুষদের হৃদয়ও জেতো। বাজপেয়ীর ওই উক্তি ভারতীয় ক্রিকেটে অমর হয়ে রয়েছে। ওই সফরের জন্য প্রায় প্রচুর মানুষের ভিসা দেয় তৎকালীন ভারত সরকার। যাতে ভারত-পাকিস্তান ঐতিহাসিক সিরিজের সাক্ষী থাকতে পারেন তাঁরা।
ওই সিরিজে ভারতীয় দল দুরন্ত ক্রিকেট উপহার দেয়। টিম ইন্ডিয়া টেস্ট সিরিজ জেতে ২-১ ব্যবধানে আর ওয়ান ডে সিরিজ জেতে ৩-২ ব্যবধানে। কুড়ি বছর আগের সেই সিরিজের গল্প আবার ফিরতে চলেছে। তবে সেটা সিনেমার পর্দায়।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক হতে চলেছে, সেটা আর নতুন কিছু নয়। সৌরভের বায়োপিকে থাকছে পাকিস্তান সফরের পুরোটাই। আরও চমকপ্রদ ব্যাপার হল, পাকিস্তান সফরের পুরো শুটিংটাই হতে পারে পাকিস্তানের বিভিন্ন শহরে। অন্তত তেমনই ভাবনা রয়েছে প্রযোজক সংস্থার। শোনা গেল, ভারতের অন্যতম সেরা অধিনায়কের বায়োপিক তৈরির কাজ দ্রুত গতিতে চলছে। সৌরভের চরিত্রে যে আয়ুষ্মান খুরানাকে দেখা যাবে, সেটা মোটামুটি ঠিক হয়ে গিয়েছে। তবে ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কে থাকছেন, সেটা এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। বেশ কয়েকজনের নাম ভাবনায় রয়েছে। আগামী কিছুদিনের মধ্যে তা চূড়ান্ত হয়ে যাবে বলেই খবর। আপাতত গল্প লেখার কাজ চলছে জোরকদমে। আগামী কিছু দিনের মধ্যে তা শেষ হয়ে যাবে। তারপর সেটা পাঠিয়ে দেওয়া হবে সৌরভের কাছে। ভারতের প্রাক্তন অধিনায়ক পুরোটা দেখবেন।
[আরও পড়ুন: গ্লানির অন্ধগলি থেকে সাফল্যের রাজপথ, প্রত্যাবর্তনের নীল-সাদা নায়কের নাম লিও মেসি]
একইসঙ্গে এটাও শোনা গেল, দুর্গাপুজোর পর সরকারিভাবে সবকিছু ঘোষণা করে দেওয়া হবে। অর্থাৎ সৌরভ-ডোনার চরিত্র কারা থাকছেন থেকে শুরু করে যাবতীয় সবকিছুর ঘোষণা চলে আসছে পুজোর পরই। একইসঙ্গে শুটিং কবে থেকে শুরু হবে, তারও একটা পরিকল্পনা হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত যা ঠিক আছে, তাতে সবকিছু ঠিকঠাক চললে এই বছরের শেষ কিংবা নতুন বছরের শুরুতেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং শুরু যাবে। বায়োপিকের প্রথম পর্বের শুটিং পুরোটাই হবে মুম্বইয়ে। পরের পর্বের শুটিং হয়তো কলকাতায়। এখানেই শেষ নয়। সৌরভ গঙ্গোপাধ্যায় আর লর্ডস যেন সমার্থক। টেস্ট অভিষেক সেঞ্চুরি থেকে শুরু করে ন্যাটওয়েস্ট জয়ের পরের লর্ডসের ব্যালকনি থেকে জার্সি ওড়ানো, সবকিছুই। লর্ডসেও বেশ কিছুদিন শুটিং হবে।
[আরও পড়ুন: কোপা ফাইনালে চোট পেয়ে মাঠের বাইরে মেসি, ভেঙে পড়লেন কান্নায়]
তবে আসল চমক হল পাকিস্তানে শুটিং-পর্বের ভাবনা। খবর নিয়ে জানা গেল, এই ব্যাপারটা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। কারণ পাকিস্তানে শুটিং করতে গেলে সরকারের অনুমতি লাগবে। দুই দেশের সরকারে অনুমতি ছাড়া শুটিং করা সম্ভব নয়। ভিসার ছাড়পত্র লাগবে। বায়োপিকের সঙ্গে যুক্ত একজন বলছিলেন, “সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক মানে সেটা বিশাল ব্যাপার। সবকিছু দুর্দান্তভাবে করতে হবে। সৌরভের নেতৃত্ব পাকিস্তান সফরটা ভারতীয় ক্রিকেটে দুর্দান্ত একটা অধ্যায়। বহুবছর পর ভারতীয় দল পাকিস্তান সফরে গিয়েছিল। আমাদের পরিকল্পনা রয়েছে ওই পর্বের পুরো শুটিংই পাকিস্তানে গিয়ে করার। সেই অনুযায়ী ভাবনা-চিন্তাও শুরু হয়ে গিয়েছে। তবে এখানে সরকারি অনুমতির ব্যাপার রয়েছে। যদিও আমরা আশাবাদী।”
আর যদি সরকারি ছাড়পত্র চলে আসে এবং পাকিস্তানে শুটিং হয় সৌরভের বায়োপিকের, তাহলে সেটা যে চিত্রনাট্যের আকর্ষণ আরও বাড়িয়ে দেবে, সেটা চোখ বন্ধ করে বলে দেওয়াই যায়।