সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রাজনৈতিক আক্রমণ শানিয়ে তুলতে গিয়ে বিতর্কের মুখে বামপন্থী অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় (Biplab Chatterjee)। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের উদ্দেশে তিনি কুরুচিকর ভাষায় বাক্যবাণ ছুঁড়ে দিলেন। শুধু তাই নয়, তাঁর শ্বশুরমশাইকে টেনেও আক্রমণ করেন বিপ্লব চট্টোপাধ্যায়। তবে তাঁকে ‘সিপিএমের অতৃপ্ত আত্মা’ বলে পালটা জবাবও দিয়েছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। প্রায় একই ভাষায় অভিনেতাকে কার্যত সতর্ক করে দিলেন তৃণমূলের মুখপাত্র। তাঁদের এই আক্রমণ, প্রতি আক্রমণ নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
রবিবার নিজস্ব সোশ্যাল মিডিয়ায় (Social Media) বিপ্লব চট্টোপাধ্যায়ের আক্রমণের কথা প্রকাশ্যে আনেন কুণাল ঘোষ। তাতে সিপিএম (CPM) সমর্থক অভিনেতাকে বলতে শোনা যায়, ”কুণাল ঘোষের মতো লোক, এত বড় বড় কথা বলে! এদের সপাটে জুতো মারতে হয়। যাতে মুখে গিয়ে লাগে। আর ওর শ্বশুরমশাই কী ছিলেন! ও শ্বশুরের জামাই হিসেবে কলঙ্ক।” এর উত্তর দিতে গিয়ে প্রাথমিকভাবে বিস্মিত কুণাল ঘোষ। কেন হঠাৎ তাঁকে আক্রমণ করতে গিয়ে শ্বশুরমশাইকে টেনে আনলেন বর্ষীয়ান অভিনেতা, তা বোধগম্য হচ্ছে না বলে জানান তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক। এ প্রসঙ্গে তিনি এও জানান, তাঁর শ্বশুরমশাই ছিলেন সিপিএমের অত্যন্ত ঘনিষ্ঠ। জামাই যে তাঁর রাজনৈতিক মতাদর্শের বিরোধী, তাও জানতেন। সে বিষয়ে নিজেদের মধ্যে কখনওই সংঘাত হয়নি।
[আরও পড়ুন: টলিউডের ‘হাওয়া বদল’ করতে ফের জুটি বাঁধলেন রুদ্র-পরমব্রত, সঙ্গে রাইমাও]
কুণাল ঘোষের আরও বক্তব্য, শ্বশুরমশাইয়ের কাছে তিনি অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় সম্পর্কে যা শুনেছেন, তা খুব একটা ভাল কিছু নয়। কুণালবাবুর কথায়, ”শ্বশুরমশাই একবার বলেছিলেন, বিপ্লব চট্টোপাধ্যায় নামে একজন আছেন, যিনি মূলত খলনায়কের চরিত্রে অভিনয় করেন, উঠতি নায়িকাদের বিরক্ত করেন। এঁরা আসলে সিপিএম নাম ভাঙিয়ে কিছু করার চেষ্টা করছেন। এঁদের থেকে সাবধান।” এরপরই সুর আরও খানিকটা চড়িয়ে তৃণমূল মুখপাত্রের হুঁশিয়ারি, ”আপনি যদি কারও সম্পর্কে না জেনে, না বুঝে জুতো পেটা করার মতো মন্তব্য করেন, দ্বিতীয়বার জুতো খুলে মারার কথা বলার আগে শুনে রাখুন, আমিও মালটা বিষ মাল। আপনি এসব বললে, আমিও ভাবব না আপনার বয়স কত। বয়সের সুযোগ নেবেন না। আবার প্রকাশ্যে এসব কথা আমি ঠাসিয়ে চড় মেরে আপনি কার সঙ্গে কী করেছেন, সেসব বলে দিতে দু’বার ভাবব না আমি।” তবে কী প্রসঙ্গে হঠাৎ কুণালবাবুকে ‘জুতো খুলে মারা’র মতো শব্দে আক্রমণ করলেন বিপ্লববাবু, তা ধোঁয়াশা।