shono
Advertisement

সব অপপ্রচার, বিপ্লব দেবের পাশে দাঁড়িয়ে ফেসবুকে সরব স্ত্রী নীতি দেব

‘গুজব ছড়ান হচ্ছে’, দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর স্ত্রী’র৷ The post সব অপপ্রচার, বিপ্লব দেবের পাশে দাঁড়িয়ে ফেসবুকে সরব স্ত্রী নীতি দেব appeared first on Sangbad Pratidin.
Posted: 03:50 PM Apr 26, 2019Updated: 03:50 PM Apr 26, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামী বিপ্লব দেবের সঙ্গে তাঁর পারিবারিক কোন্দলের গুজব ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লুঠতে চাইছে একাংশ৷ ফেসবুকে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর স্ত্রী নীতি দেব৷ শুক্রবার ফেসবুকে তিনি লেখেন, ‘‘সস্তার প্রচার পাওয়ার উদ্দেশ্যেই এই ধরনের নোংরা গুজব রটানো হচ্ছে৷ এইভাবেই একাংশ প্রচারের আলোয় আসতে চাইছে৷ কারণ, নাহলে তাঁরা প্রচার পাবে না৷ একজন মহিলা হিসাবে আমি অনুরোধ করব, আমার উপর শ্রদ্ধা থাকলে এবং আমাকে বিশ্বাস করলে, এদের বয়কট করুন৷ আমি ত্রিপুরাবাসীর কাছে অনুরোধ করব, এই গুজবে কান দেবেন না৷’’

Advertisement

[ আরও পড়ুন: ‘মোদি সরকারের অপেক্ষায় দেশ’, জোটসঙ্গী-সহ মনোনয়ন পেশ করে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী]

কেবল ফেসবুকে লেখাই নয়, তার সঙ্গে বেশ কিছু ছবিও পোস্ট করেছেন বিপ্লব দেবের স্ত্রী৷ যেখানে বলা হয়েছে, গার্হস্থ্য হিংসা চালানোর অভিযোগে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতে যাচ্ছেন নীতি দেব৷ যদিও ফেসবুকে এই সমস্ত বিষয়কে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন বিপ্লব দেবের স্ত্রী৷ তাঁর দাবি, ‘স্বামীর প্রতি নতুন করে ভালবাসা প্রমাণ করার প্রয়োজন নেই৷’

[ আরও পড়ুন: সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে প্রচারে নারাজ মধ্যপ্রদেশ বিজেপির মুসলিম মুখ ]

ঘটনার সূত্রপাত হয় শুক্রবার৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীকে কেন্দ্র করে এদিন সকালেই একটি খবর ছড়িয়ে পড়ে৷ শোনা যায়, স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক অত্যাচার চালানোর অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের স্ত্রী নীতি দেব৷ গত ১৬ এপ্রিল দিল্লির একটি আদালতে এই বিষয়ে একটি মামলাও দায়ের করেন তিনি৷ শুক্রবারই যার শুনানি হওয়ার কথা রয়েছে৷ মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়ায়৷ ঝড় ওঠে সমালোচনার৷ এরপরই ফেসবুকে বিষয়টি নিয়ে মুখ খোলেন বিপ্লব দেবের স্ত্রী নীতি দেব৷ সমস্ত ব্যাপারটাই গুজব বলে উড়িয়ে দেন তিনি৷

The post সব অপপ্রচার, বিপ্লব দেবের পাশে দাঁড়িয়ে ফেসবুকে সরব স্ত্রী নীতি দেব appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement