shono
Advertisement

এবার অনুব্রতকন্যা সুকন্যার বেতন বন্ধ, বড় পদক্ষেপ বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের

চলতি বছরের প্রথম মাস থেকেই বেতন পাচ্ছেন না তিনি।
Posted: 06:11 PM Feb 22, 2023Updated: 06:41 PM Feb 22, 2023

নন্দন দত্ত, সিউড়ি: বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের নির্দেশ অনুযায়ী অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের বেতন বন্ধ। চলতি বছরের প্রথম মাস থেকেই বেতন পাচ্ছেন না তিনি। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফে খবর,  শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত বছরের আগস্ট মাস থেকেই ছুটিতে রয়েছেন পেশায় প্রাথমিক শিক্ষিকা সুকন্যা। তবে তাঁর ছুটি শেষ হয়ে যাওয়ায় বেতন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

Advertisement

গত ২০১৪ সালে বোলপুরের কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পান সুকন্যা মণ্ডল (Sukanya Mandal)। গত বছরের আগস্ট মাসে গরু পাচার মামলায় গ্রেপ্তার হন তাঁর বাবা অনুব্রত মণ্ডল। তারপরই শারীরিক অসুস্থতার কথা জানিয়ে ছুটি নেন সুকন্যা। বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নাথ জানান, মেডিক্যাল লিভ, পেড লিভ-সহ সমস্ত ছুটিই শেষ হয়ে গিয়েছে সুকন্যার। তারপরেও কেন কাজে যোগ দিচ্ছেন না, সেই কারণ জানিয়ে চিঠিও পাঠানো হয় তাঁকে। তবে চিঠির কোনও উত্তরই দেননি সুকন্যা। সে কারণে চলতি বছরের শুরু থেকেই তাঁর বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তীকালে কাজে যোগ দিতে হলে শারীরিক অসুস্থতার উপযুক্ত প্রমাণ দেখাতে হবে সুকন্যাকে।

[আরও পড়ুন: পার্থর দিকে মল ভরতি মগ ছুঁড়ল জঙ্গি মুসা! পড়ে গেলেন প্রাক্তন মন্ত্রী]

বাবার গ্রেপ্তারির পর থেকে বাবার নিচুপট্টির বাড়িতেই রয়েছেন অনুব্রতকন্যা। একজন পরিচারিকা এবং বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী ছাড়া আর কেউই এখন নেই সেখানে। প্রতিবেশীদের দাবি, বাবার গ্রেপ্তারির পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন সুকন্যা। আর সেভাবে দেখা যায় না তাঁকে। গত মাসছয়েক ধরে কার্যত গৃহবন্দি অবস্থায় জীবনযাপন করছেন তিনি।

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই পিছু হঠল বিনয়-বিমলরা! ২৩ ফেব্রুয়ারি বন্‌ধ হচ্ছে না পাহাড়ে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার