shono
Advertisement
Rampurhat

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যু! পরিবারের তাণ্ডবে রণক্ষেত্র রামপুরহাট হাসপাতাল

বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Published By: Subhankar PatraPosted: 10:51 AM Jun 12, 2024Updated: 12:41 PM Jun 12, 2024

নন্দন দত্ত, সিউড়ি: রোগী মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড রামপুর মেডিক্যাল হাসপাতালে। প্রাণ বাঁচাতে হাসপাতাল থেকে ছুটে পালালেন ডাক্তার, নার্সরা। চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে অভিযোগ তুলে বিক্ষোভ, ভাঙচুর চালায় পরিজনেরা। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

সোমবার, রাতে বুকের ব্যাথা নিয়ে রামপুরহাট হাসপাতালে (Rampurhat Hospital) ভর্তি হন স্থানীয় বাসিন্দা সাবিনা বিবি। মঙ্গলবার রাতে মারা যান তিনি। তার পরেই চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলেন পরিজনেরা। মৃত্যুর খবর আসতেই উত্তেজিত হয়ে পড়েন তাঁরা।

[আরও পড়ুন: বিফলে ‘বিজেমূল’ তত্ত্ব! প্রধান শত্রু নির্বাচনে ভুলই ডুবিয়েছে বামেদের?]

মৃতের আত্মীয়দের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁরা লাথি মেরে গেট খুলে ওয়ার্ডে গিয়ে নার্স ও ডাক্তারদের ঘিরে বিক্ষোভ দেখান। মারধরের চেষ্টারও অভিযোগ উঠেছে। প্রাণ ভয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। হাসপাতাল চত্বরে ভিড় জমান আত্মীয়, পরিজনেরা।

মৃতের স্বামী বলেন,"সোমবার রাতে আমার স্ত্রী বুকে ব্যথা অনুভব করলে রামপুরহাট হাসপাতালে মহিলা মেডিসিন বিভাগে ভর্তি করি। ভর্তি করার পর জুনিয়ার ডাক্তাররা চিকিৎসা শুরু করেন। সিনিয়র ডাক্তাররা বেশিরভাগ সময় ওয়ার্ডে ছিল না। তাঁদের গাফিলতি ও ভুল চিকিৎসায় আমার স্ত্রীর মৃত্যু হয়েছে।" অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

[আরও পড়ুন: হাসপাতাল চত্বরেই যুবককে পিটিয়ে মারার অভিযোগ, তুলকালাম চন্দননগরে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রোগী মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড রামপুর মেডিক্যাল হাসপাতালে।
  • প্রাণ বাঁচাতে হাসপাতাল থেকে ছুটে পালালেন ডাক্তার, নার্সরা।
  • চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে অভিযোগ তুলে বিক্ষোভ, ভাঙচুর চালায় পরিজনেরা।
Advertisement