shono
Advertisement

তিন মাসে দ্বিতীয়বার পুলিশ সুপার বদল বীরভূমে, কারণ ঘিরে জল্পনা

বীরভূমের নতুন পুলিশ সুপার হলেন রাজনারায়ণ মুখোপাধ্যায়।
Posted: 09:08 PM May 02, 2023Updated: 09:08 PM May 02, 2023

নন্দন দত্ত, সিউড়ি: মাত্র তিন মাসের মধ্যে দ্বিতীয়বার পুলিশ সুপার বদলালো অনুব্রতহীন বীরভূমে। জেলার নতুন এসপি (SP) হয়ে এলেন বারাসতের পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়। মাস তিনেক আগেই নগেন্দ্র ত্রিপাঠীকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল ভাস্কর মুখোপাধ্যায়কে। তাঁকে পাঠানো হল বারাসতের সুপার করে।

Advertisement

কিন্তু কেন তিন মাসের মধ্যে পুলিশ সুপারের এই বদলি? সে নিয়ে জোর আলোচনা জেলাজুড়ে। বীরভূমের বিদায়ী পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় (Bhaskar Mukherjee) জানান, ‘সরকার যা নির্দেশ দেবে আমাকে তা পালন করতে হবে।’ তবে ওয়াকিবহাল মনে করছে পঞ্চায়েত ভোটের আগে আগে বীরভূমের পুলিশ সুপার বদল বেশ তাৎপর্যপূর্ণ।

[আরও পড়ুন: বন্ধের মুখে? আর্থিক সংকটে পরপর দু’দিন গো ফার্স্টের সব বিমান বাতিল]

উল্লেখ্য, রাজ্যের মাত্র দুটি পুলিশ জেলাতেই সুপার বদলেছে। শোনা যাচ্ছে, ভাস্কর মুখোপাধ্যায়ের ডিআইজি হওয়া শুধু সময়ের অপেক্ষা। সম্ভবত আগামী জুলাই মাসেই তাঁর পদোন্নতি। সেক্ষেত্রে পঞ্চায়েত ভোট পিছিয়ে গেলে ভাস্করবাবুর জায়গায় বীরভূমে নতুন সুপার আনতে হত। সেক্ষেত্রে দায়িত্ব নিয়েই ভোট সামলাতে হত নতুন পুলিশ সুপারকে। তাতে বীরভূমের মতো রাজনৈতিক উত্তেজনাপ্রবণ এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন করা কিছুটা অসুবিধাজনক হয়ে পড়ত। রাজনারায়ণ মুখোপাধ্যায় (Rajnarayan Mukherjee) এখন দায়িত্ব নিলে গোটা জেলার পরিস্থিতি ভালমতো বুঝে নেওয়ার সুযোগ পাবেন।

[আরও পড়ুন: আচমকাই ইস্তফা এনসিপি প্রধান শরদ পাওয়ারের, ভবিষ্যৎ নেতা কে?]

অন্যদিকে, এর আগে উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার হিসাবে কাজের অভিজ্ঞতা আছে ভাস্কর মুখোপাধ্যায়ের। তিনি বনগাঁ, বারাসত, বসিরহাট সব এলাকা হাতের নখের মতো চেনেন। সেক্ষেত্রে তার ডিআইজি পদে উন্নতি হলে রেঞ্জ ডিআইজি হিসাবে ওই এলাকায় পঞ্চায়েত ভোটে অনেক বেশি কার্যকরী ভূমিকা নিতে পারবেন তিনি। তাই পরিকল্পনা করেই রাজ্য পুলিশের শুধুমাত্র দুই পুলিশ সুপারের বদলি বলে ধারণা পুলিশ মহলের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement