shono
Advertisement
Bird flu

কোভিডের চেয়েও ভয়ংকর হতে পারে বার্ড ফ্লু! মার্কিন স্বাস্থ্য সংস্থার রিপোর্টে বাড়ছে উদ্বেগ

মানবদেহেও ছড়াচ্ছে বার্ড ফ্লুর সংক্রমণ।
Posted: 08:22 AM Apr 06, 2024Updated: 08:23 AM Apr 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা অতিমারী পর্ব মিটে গিয়েছে ভেবে স্বস্তিতে আছেন? এবার কোভিডের চেয়েও ১০০ গুণ ভয়ংকর অতিমারীর চেহারা নিতে পারে বার্ড ফ্লু। বিশ্বের নানা প্রান্তে বার্ড ফ্লু সংক্রমণ ছড়ানোর কথা শোনা যাচ্ছিল। এবার তা ক্রমেই মানবদেহে সংক্রমিত হয়ে যাচ্ছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকার জাতীয় স্বাস্থ্য সংস্থা।   

Advertisement

আগামিদিনে যে বার্ড ফ্লু হু হু করে ছড়াবে তা একপ্রকার নিশ্চিত করেছে আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ‌্যান্ড প্রিভেনশন (সিডিসি)। সম্প্রতি টেক্সাসে বার্ড ফ্লু আক্রান্ত এক খামারকর্মীর উপসর্গ ছিল চোখ লাল হয়ে যাওয়া। যা আপাতভাবে কনজাংটিভাইটিসের মতো লাগে। ২০০৩ সাল থেকে এখনও পর্যন্ত এইচ৫এন১ বার্ড ফ্লুতে যত মানুষ আক্রান্ত হয়েছেন, তাতে প্রতি ১০০ জনের মধ্যে ৫২ জনের মৃত্যু হয়েছে। এখনও অবধি ৮৮৭ জনের দেহে এই ভাইরাস পাওয়া গিয়েছে। তবে উদ্বেগের বিষয়, তার মধ্যে ৪৬২ জনেরই মৃত্যু হয়েছে। 

[আরও পড়ুন: তীব্র গরমে বাড়ছে ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, অ্যাডিনো, বাচ্চাদের সুস্থ রাখতে ভরসা মাস্ক]

সম্প্রতি কয়ের হাজার আন্টার্কটিক পেঙ্গুইনের মৃত্যু রহস্যের কিনারা করতে গিয়ে আমেরিকার টেক্সাসের গবেষকরা দেখেন, এর পিছনে রয়েছে বার্ড ফ্লু-র এইচ৫এন১ স্ট্রেন। এর পরই জানা যায়, সেখানকার একটি গবাদিপশুর খামারেও বার্ড ফ্লু ছড়িয়েছে। গরুর শরীর থেকে সংক্রমিত ওই ভাইরাসে আক্রান্ত হন এক খামার কর্মী। তাঁকে আইসোলেশনে রাখা হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।

গত ১ এপ্রিল বিষয়টি জানাজানি হতেই এবার কোভিডের মতো এই ভাইরাসও মানবদেহে সংক্রমিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পিটসবুর্গের বার্ড ফ্লু বিশেষজ্ঞ ডা. সুরেশ কুচিপুরি বলেন, ইতিমধ্যেই সংক্রমণের শিখরে পৌঁছে গিয়েছে এইচ৫এন১ ভাইরাস। তাঁদের আশঙ্কা, বার্ড ফ্লুয়ের এই স্ট্রেন যদি আরও অভিযোজন বা মিউটেশন হয় এবং অতি সংক্রামক ধারাই বজায় রাখে, মৃত্যুর হারও বাড়তে পারে।

[আরও পড়ুন: ছানি অপরেশনে ঢিলেমি করলেই বিপদ, সতর্ক করলেন বিশেষজ্ঞ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শ্বের নানা প্রান্তে বার্ড ফ্লু সংক্রমণ ছড়ানোর কথা শোনা যাচ্ছিল।
  • এবার তা ক্রমেই মানবদেহে সংক্রমিত হয়ে যাচ্ছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকার জাতীয় স্বাস্থ্য সংস্থা।   
  • আগামিদিনে যে বার্ড ফ্লু হু হু করে ছড়াবে তা একপ্রকার নিশ্চিত করেছে আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ‌্যান্ড প্রিভেনশন (সিডিসি)।
Advertisement