মসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউ ইয়র্কে ভয়াবহ কপ্টার দুর্ঘটনা। ওড়ার কিছুক্ষণের মধ্যেই হাডসন নদীতে ভেঙে পড়ল হেলিকপ্টার। কপ্টারটিতে পাইলট-সহ মোট ৬ জন ছিলেন। সকলের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতরা স্পেনের বাসিন্দা বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টের দিকে ম্যানহাটনের স্কাইপোর্ট থেকে হেলিকপ্টারটি রওনা দেয়। নিউ জার্সির উপকূল ধরে যাওয়ার জন্য জর্জ ওয়াশিংটন ব্রিজে বাঁক নেওয়ার পরপরই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বিকেল সোয়া ৩টার দিকে ওয়েস্ট হিউস্টন স্ট্রিট এবং ওয়েস্ট স্ট্রিটের পিয়ার ৪০-এর কাছে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ কাজ চালানো হলেও কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে দুজনকে কোনওক্রমে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, মৃতদের মধ্যে রয়েছেন গ্লোবাল টেক কোম্পানি সিমেনস-এর স্পেন শাখার সিইও অগাস্টিন এসকোবার, তাঁর স্ত্রী এবং তিন সন্তান। স্পেন থেকে নিউ ইয়র্কে বেড়াতে গিয়েছিলেন ওই টেক সিইও। সপরিবারে হেলিকপ্টার নিয়ে গোটা শহর ঘুরে দেখার জন্য বেরিয়েছিলেন এসকোবার। কিন্তু অভিশপ্ত ওই বিমানটিতে ওঠার মিনিট পনেরোর মধ্যেই সব শেষ।
ম্যানহাটন নদীতে বিমানটি ভেঙে পড়ার বেশ কয়েকটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল। কীভাবে নিমেষে কপ্টারটি জলে পড়ে ডুবে গেল পুরোটাই ক্যামেরাবন্দি হয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।