সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তীব্র গরমের সঙ্গে কোনও উপমা ব্যবহার করতে গেলে সাধারণ, চলতি কথায় আমরা বলে থাকি, উষ্ণতার পারদ এতটাই যেন কাঁচা খাবারও সিদ্ধ হয়ে যাচ্ছে৷ বাস্তবেও দেখা গেল, কথাটি মিথ্যে নয় মোটেই৷ কাঁচা খাবার নয়, কাঁচা উপকরণ দিয়ে তৈরি বিস্কুট রীতিমত বেকড হয়ে যাচ্ছে গাড়ির ইঞ্জিনের তাপে৷
[আরও পড়ুন: ব্রেকের বদলে অ্যাক্সিলেটরে পা! মা-মেয়েকে নিয়ে জলে পড়ল গাড়ি]
কী, আশ্চর্য হচ্ছেন তো? বাস্তব কিন্তু এমনই আশ্চর্যের, একইসঙ্গে আশঙ্কারও৷ মার্কিন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার ঘটনা৷ মাথার উপর প্রবল রোদ, চারদিক থেকে উষ্ণ হাওয়ার ঝলকানি৷ যেন সব পুড়িয়ে দিচ্ছে৷ সেই আবহেই একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করেছিলেন ওমাহার জাতীয় আবহাওয়া দপ্তরের কর্তারা৷ গাড়ি এত গরম হয়ে যাচ্ছে, তা দেখে এক ট্রে কাঁচা বিস্কুট তাঁরা রেখেছিলেন গাড়ির ভিতরে৷ বেক করার জন্য যে উষ্ণতা প্রয়োজন, গাড়ির তাপমাত্রার পারদ তাতে পৌঁছেছে কি না, সেটাই দেখতে চেয়েছিলেন৷
স্টিয়ারিংয়ের সামনের বোর্ডে কাঁচা বিস্কুটের ট্রে রাখা হয়৷ প্রায় ৮ ঘণ্টা পর দেখা গেল, সত্যিই বিস্কুটগুলি বেকড হয়ে গিয়েছে৷ পরীক্ষায় সফল হলেও, আবহাওয়া দপ্তরের অধিকর্তাদের বিস্ময়ের শেষ নেই৷ সেইসঙ্গে বাড়ছে আশঙ্কাও৷ তাপমাত্রার পারদ তো ওভেনের উষ্ণতার কাছাকাছি পৌঁছে গিয়েছে! এমনটা চললে, গেরস্থালির কাজকর্মও প্রাকৃতিক আবহাওয়াতেই করা যাবে৷ আলাদা করে বাড়িতে কোনও আভেন ব্যবহার করতে হবে না৷
[আরও পড়ুন: কেন নোবেল পেলেন? ইয়াজিদি তরুণীকে বেনজির অপমান ট্রাম্পের]
এমনিতেই এবছর ইউরোপ, আমেরিকার বিস্তীর্ণ অংশে ‘উষ্ণতম গ্রীষ্ম’ বলে চিহ্নিত করা হয়েছে৷ ফ্রান্স, জার্মানিতে রীতিমতো দাবদাহ৷ রাস্তার ধারের জলাশয়গুলিতে সুযোগ পেলেই ডুব দিচ্ছেন পথচলতি মানুষ৷ গ্রীষ্মের এমন দাপট বোধহয় এর আগে দেখেননি ইউরোপবাসী৷ গাড়ি রাস্তায় বেরলেই দ্রুত বেশ গরম হয়ে যাচ্ছে৷ এসব দেখে আবহাওয়াবিদদের পরামর্শ, কোনও বাচ্চাকে একলা গাড়িতে ছাড়বেন না৷ তাহলে সে খুব দ্রুতই অসুস্থ হয়ে পড়বেন, যা অভিভাবকরা ভাবতেও পারবেন না৷ তাঁদের সতর্কবার্তা, বিশ্ব উষ্ণায়নের ফল এভাবেই হাতেনাতে পেতে হচ্ছে উন্নত দেশগুলিকে৷ সাবধান না হলে, আরও ভয়ংকর দিন আসছে সামনে৷
The post গাড়িতেই বেকড বিস্কুট! আমেরিকার তাপমাত্রা চিন্তা বাড়াচ্ছে আবহাওয়াবিদদের appeared first on Sangbad Pratidin.