shono
Advertisement
Hiran Chatterjee

হিরণ কোটিপতি? জেনে নিন বিজেপির তারকা প্রার্থী কত সম্পত্তির মালিক

কত সম্পত্তির মালিক হিরণের ঘরনি ও মেয়ে?
Posted: 09:19 PM May 03, 2024Updated: 09:19 PM May 03, 2024

সম্যক খান, মেদিনীপুর: বিজেপি বিধায়ক তিনি। এই প্রথমবার দিল্লিবাড়ির লড়াইতে শামিল তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। ঘাটাল লোকসভা কেন্দ্রের টিকিট দেওয়া হয়েছে তাঁকে। তারকা প্রার্থী মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূলের তারকা প্রার্থী দেব। তাই এবার ঘাটাল লোকসভা কেন্দ্রে নজর রয়েছে সকলেরই। ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন দেব ও হিরণ দুজনেই। সম্পত্তির হিসাবও দিয়েছেন তাঁরা। হিসাব বলছে, সম্পত্তির নিরিখে দেবের পরেই রয়েছেন হিরণ।

Advertisement

হিরণ গত অর্থবর্ষ অর্থাৎ ২০২২-২৩ সালে আয় করেছেন ৫ লক্ষ ৪২ হাজার ৫৭০ টাকা। মনোনয়ন জমা দেওয়ার সময় ১৫ লক্ষ টাকা হাতে নগদ রয়েছে। একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাঁর। ফিক্সড ডিপোজিট থেকে মিউচুয়াল ফান্ড আবার জীবনবিমাতেও বিনিয়োগ করেছেন হিরণ। সবমিলিয়ে পরিমাণ ২ কোটি ৯৩ লক্ষ ৪৪ হাজার ১৩২ টাকা। একটি গাড়ি রয়েছে বিজেপির তারকা প্রার্থী। যার বর্তমান বাজারদর ৪ লক্ষ ৭১ হাজার ৬৯৬ টাকা। ১৫ লক্ষ টাকার গয়নাগাটির মালিক তিনি। এ তো নয় গেল অস্থাবর সম্পত্তির কথা। হিরণ ৯০ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। ১ কোটি ৫২ হাজার ৩৭ টাকা ঋণ রয়েছে তাঁর।

[আরও পড়ুন: রাজ্যপালের বিরুদ্ধে তদন্তে SET গঠন, শ্লীলতাহানির অভিযোগ ‘অবিশ্বাস্য’, দাবি জেলবন্দি পার্থর]

হিরণের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সম্পত্তিও নেহাত কম কিছু নয়। গত অর্থবর্ষ অর্থাৎ ২০২২-২৩ সালে ৫ লক্ষ ৪৭ হাজার ১০০ আয় তাঁর। ১২ লক্ষ টাকা নগদ রয়েছে। ব্যাঙ্ক ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ১ কোটি ৬৯ লক্ষ ২৪ হাজার ৭৭৯ টাকা। হিরণের ঘরনির গাড়ি রয়েছে। যার বাজারদর বর্তমানে ৫ লক্ষ টাকা। ১৮ লক্ষ টাকার গয়না রয়েছে তাঁর। তারকা রাজনীতিক হিরণ এক সন্তানের বাবা। তারকা সন্তানের কাছে ১০ লক্ষ টাকা নগদ রয়েছে। গয়না ও অন্যান্য মিলিয়ে ৪২ লক্ষ ৩ হাজার ৩২৬ টাকার মালিক সে। হিরণ, তাঁর স্ত্রী কিংবা সন্তানের কারও নামেই চাষ ও অচাষযোগ্য জমি নেই।

[আরও পড়ুন: ছিলেন ডাক্তার, হয়ে গেলেন দুধ বিক্রেতা! সিদুঁরদানের আগেই মুখোশ খুলল ‘গুণধরে’র, তার পর…]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হিরণ গত অর্থবর্ষ অর্থাৎ ২০২২-২৩ সালে আয় করেছেন ৫ লক্ষ ৪২ হাজার ৫৭০ টাকা।
  • মনোনয়ন জমা দেওয়ার সময় ১৫ লক্ষ টাকা হাতে নগদ রয়েছে। একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাঁর।
  • ফিক্সড ডিপোজিট থেকে মিউচুয়াল ফান্ড আবার জীবনবিমাতেও বিনিয়োগ করেছেন হিরণ।
Advertisement