shono
Advertisement

বিশ্বভারতীর নামফলক বিতর্ক: ‘অতিরিক্ত তৈল মর্দন’, উপাচার্যকে বিঁধলেন অনুপম হাজরা

উপাচার্যকে বোলপুর থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি গদাধর হাজরার।
Posted: 03:19 PM Oct 29, 2023Updated: 03:26 PM Oct 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নামফলক বিতর্কে এবার আসরে বিশ্বভারতীর প্রাক্তনী তথা বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা (Anupam Hazra)। ইউনেস্কোর হেরিটেজ পাওয়াকে সম্মান জানিয়ে তৈরি নামফলকে খোদ শান্তিনিকেতন-বিশ্বভারতীর গঠনের মূল কারিগর রবীন্দ্রনাথ ঠাকুরের নামই নেই। রয়েছে প্রধানমন্ত্রী এবং বিশ্বভারতী (Vishva Bharati) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম। কবিগুরুর নাম ফেরানোর দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) নির্দেশে সেখানে চলছে তৃণমূলের ধরনা। এই পরিস্থিতিতে এবার নামফলক বিতর্কে উপাচার্যকেই বিঁধলেন অনুপম হাজরা। সোশাল মিডিয়া পোস্টে তাঁর কটাক্ষ, ”অতিরিক্ত তৈল মর্দন করেও কোনও উদ্দেশ্য সফল হবে না।”

Advertisement

শনিবার ফেসবুক পোস্টে অনুপম হাজরা লেখেন, ”আমি আগেও বলেছি আবারও বলছি। নিজের উপাচার্য পদ বাঁচাবার তাগিদে প্রধানমন্ত্রীকে খুশি করতে গিয়ে Over-Smart ভণ্ড বিজেপি বিশ্বভারতীর উপাচার্য বিজেপির আরও ক্ষতি করবে। তার নবতম সংযোজন হল, বিশ্বভারতীর ফলক বিতর্ক, যেখানে উনি বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অব্দি রাখেননি। যাই হোক, অতিরিক্ত তৈল মর্দন করেও উদ্দেশ্য সফল হবে না।”

[আরও পড়ুন: দুদিন পরেই শুরু স্নাতকোত্তরে ক্লাস, কলকাতা বিশ্ববিদ্যালয়ে এখনও বহু আসন ফাঁকা]

এদিকে, ফলকে নাম ফেরানোর দাবিতে তৃণমূলের (TMC) ধরনা চলছেই। তৃতীয় দিনে সেখানে যোগ দিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehasish Chakraborty)। সকলেই বুকে রবীন্দ্রনাথের ছবি নিয়ে ধরনায় বসেছেন। শনিবার এই সভা থেকেই নানুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক গদাধর হাজরা হুঁশিয়ারির সুরে বলেছিলেন, ”মুখ্যমন্ত্রী নির্দেশ দিলে এই উপাচার্যকে টেনে বোলপুরের বাইরে ছুঁড়ে ফেলে ৫ মিনিটও সময় লাগবে না।” রবিবারও তাঁর মুখে একই হুঁশিয়ারি শোনা গেল। 

[আরও পড়ুন: বদলে যাবে মুম্বইয়ের রাস্তার চেনা ছবি! আর ছুটবে না বিখ্যাত ‘কালি-পিলি’ ট্যাক্সি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার