shono
Advertisement
BJP

'ভোট লুট করতে এলে ঝাঁটা-খুন্তি তৈরি রাখুন', দিলীপের দাওয়াই বনগাঁর বিজেপি নেতার গলায়

Published By: Paramita PaulPosted: 04:08 PM May 19, 2024Updated: 04:13 PM May 19, 2024

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: রাত পোহালেই বনগাঁ লোকসভার নির্বাচন। তার আগে ভোট লুট রুখতে ঝাঁটা, খুন্তি ও লম্বা বাঁশ ব্যবহার করার নিদান দিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি। ভোটের মরশুমে দিলীপ ঘোষের কায়দায় 'দাওয়াই' দিয়ে রীতিমতো চর্চায় তিনি। বিজেপির জেলা সভাপতির অভিযোগ, ভোটের আগে তৃণমূল হুমকি দিচ্ছে। ভয় দেখাচ্ছে। প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হচ্ছে না বলেও দাবি তাঁর। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Advertisement

রবিবার সাংবাদিক সম্মেলন করে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল বলেন, "তৃণমূলের ভোটের দিন ঝামেলা করতে আসলে, ভোট লুট করতে এলে মায়েরা ঝাঁটা ও খুন্তি রাখবেন। তিন হাত লম্বা বাঁশ কেটে রাখবেন।" তাঁর আরও দাবি, "আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, আমাদের নতুন ব্যানার ছিড়ে ফেলা হচ্ছে। তৃণমূলের ভয় দেখানোর চেষ্টা করছে।" এনিয়ে তিনি নির্বাচনী অবজারভার ও প্রশাসন কেউ জানিয়েছেন।

[আরও পড়ুন: ভুয়ো সার্টিফিকেট নিয়ে শিক্ষকতা! বাগুইআটির নামী স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ]

যদিও এ প্রসঙ্গে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রসেনজিৎ ঘোষ জানিয়েছেন, "ওঁরা নিশ্চিত হয়ে গিয়েছে যে ওরা বনগাঁ লোকসভায় হারবে, সে কারণে পাগলের প্রলাপ বকছে। মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। বনগাঁ লোকসভার মানুষ দুহাত ভরে বিশ্বজিৎ দাসকে আশীর্বাদ করবেন।" উল্লেখ্য, একইভাবে ভোট লুট রুখতে মহিলাদের কোমর বেঁধে নামার পরামর্শ দিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

[আরও পড়ুন: সুন্দরবনে গুলির লড়াই, চোরাশিকারীদের গুলিতে খুন বনকর্মী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভোট লুট রুখতে ঝাঁটা, খুন্তি ও লম্বা বাঁশ ব্যবহার করার নিদান দিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি।
  • তাঁর অভিযোগ, ভোটের আগে তৃণমূল হুমকি দিচ্ছে। ভয় দেখাচ্ছে।
Advertisement