সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: প্রাক্তন প্রেমিকার আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগ। গ্রেপ্তার বিজেপি সাংসদ দিলীপ ঘোষের ভাইপো তথা বিজেপি নেতা অরবিন্দ ঘোষ। রবিবার ধৃতকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
গোপীবল্লভপুর ২ নম্বর ব্লক তথা বেলিয়াবেড়া থানার কুলিয়ানা গ্রামের বাসিন্দা অরিন্দম ঘোষ। তার দুটি পরিচয়, বিজেপির নেতা এবং সাংসদ দিলীপ ঘোষের মেজো ভাইয়ের ছেলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রামের একটি মেয়ের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল অরবিন্দের। ফেসবুকেই পরিয় থেকে প্রেম, এরপর বিভিন্ন সময় তাঁদের দেখা-সাক্ষাৎ হয়। ভিডিও কলেও দীর্ঘক্ষণ কথা হত। বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবিও রেকর্ড করা ছিল ধৃতের কাছে। এদিকে কিছুদিন মেলামেশা করার পর মেয়েটি বুঝতে পারে অরবিন্দ আদতে প্রতারক। আগেও সে বিভিন্ন মেয়ের সঙ্গে প্রতারণা করেছে। এরপরই মেয়েটি সম্পর্ক ভেঙে দেয়। এরপরই নাকি আগে রেকর্ড করা আপত্তিকর ছবি, ভিডিও সোশ্যাল সাইটে আপলোড করে অরবিন্দ।
[আরও পড়ুন: অলৌকিক কাণ্ড! আচমকা ‘বন্ধ’ হয়ে গেল মনসা দেবীর চোখ, ব্যাপারটা কী?]
অভিযোগ, মেয়েটির যেখানে যেখানে বিয়ে ঠিক হয়, সেখানেই আপত্তিকর ছবিগুলি পাঠাত অরবিন্দ। ফলে অসম্মানের পাশাপাশি মেয়োটির একাধিকবার বিয়ে ভেঙে যায়। এদিকে অরবিন্দ নিজেও ওই তরুণীকে বিয়েতে রাজি ছিল না। এরপরই শনিবার তরুণী ঝাড়গ্রাম সাইবার ক্রাইম থানায় অরবিন্দর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরই পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে। দিলীপ ঘোষের ভাইপো হওয়ায় পুরো বিষয়টি নিয়ে চার্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। এই বিষয়ে বিজেপির গোপীবল্লভপুর ২ নম্বরের মণ্ডল সভাপতি তাপস সুই বলেন, “ছেলেটি একটু বদমাশ প্রকৃতির। মেয়েঘটিত ঘটনায় গ্রেপ্তার হয়েছে। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। ছেলেটির বাবা হীরক ঘোষ দলের কোন পদে নেই।”
গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের ব্লক তৃণমূলের সভাপতি টিঙ্কু পাল বলেন, “বিজেপি দলটাই এরকম। এরা মেয়েদের সম্মান করতে পারে না। তাঁদের সম্মান নিয়ে ছিনিমিনি করে। দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। নয়তো আগামী প্রজন্ম বিপথে যাবে। মেয়েদের সম্মান বলে কিছু থাকবে না।” ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কল্যান সরকার বলেন, “ছেলেটি ভিডিও কলের মাধ্যমে মেয়েটির ছবি গুলি রেকর্ড করে তা ভাইরাল করে এবং মেয়েটির যেখানে বিয়ে ঠিক হয়েছিল সেই সব জায়গায় পাঠায়। বিয়ে করতেও সে অস্বীকার করছিল। পুলিশ অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে। “